Home> খেলা
Advertisement

ফাঁস হল চেন্নাইয়ের লাস্যময়ী ভক্তের আসল পরিচয়

এই লাস্যময়ীর আবেদনে তোলপাড় গোটা দেশ। তাঁর উপস্থিতি এতটাই নজরকাড়া যে ক্যামেরাও নজর ঘোরানোর সাহস দেখায় না। যা দেখে অনেকেরই বিস্ময়- সাক্ষী ধোনি, অনুষ্কা শর্মাদের হারিয়ে পেইজ থ্রিতে ঝলমল করছেন তিনিই। কে তিনি?

ফাঁস হল চেন্নাইয়ের লাস্যময়ী ভক্তের আসল পরিচয়

নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তাঁর টিকিট প্রথম শ্রেণিতে। হুইসেম পড়ু-রা যেখনেই সফর করেন তাঁদের সঙ্গী হন তিনি। কলকাতা, মুম্বই কিংবা বেঙ্গালুরু, ইডেন-ওয়াংখেড়ে কিংবা চিন্নাস্বামী, স্টেডিয়ামের সব থেকে উজ্জ্বল মুখ এখন তিনিই। এই লাস্যময়ীর আবেদনে তোলপাড় গোটা দেশ। তাঁর উপস্থিতি এতটাই নজরকাড়া যে ক্যামেরাও নজর ঘোরানোর সাহস দেখায় না। যা দেখে অনেকেরই বিস্ময়-  সাক্ষী ধোনি, অনুষ্কা শর্মাদের হারিয়ে পেইজ থ্রিতে ঝলমল করছেন তিনিই। কে তিনি?

আরও পড়ুন- গম্ভীরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার ছিল?

জানা গিয়েছে এই লাস্যময়ী আসলে চেন্নাইয়ের ঘরের মেয়ে। চেন্নাইয়ের ২ ক্রিকেটার দীপক চাহর এবং রাহুল চাহরের বোন মালতিকে নিয়েই যত কাণ্ড। ধোনি ভক্ত এই মালতিই চেন্নাইয়ের সুপারফ্যান। দেখুন তাঁর ইনস্টা পোস্ট-  

 

Read More