Home> খেলা
Advertisement

লঙ্কা শিবিরে করোনার হানা, Covid আক্রান্ত কোচ ও তারকা ওপেনার

ক্যারিবিয়ান সফরকে মাথায় রেখে দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়।

লঙ্কা শিবিরে করোনার হানা, Covid আক্রান্ত কোচ ও তারকা ওপেনার

নিজস্ব প্রতিবেদন: এবার শ্রীলঙ্কা ক্রিকেট দলে করোনার থাবা। এক নয়, দুই জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কোভিড পজিটিভ দলের হেড কোচ মিকি আর্থার এবং ওপেনার লাহিরু থিরিমানে।

ফেব্রুয়ারি মাসের শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ক্যারিবিয়ান সফরকে মাথায় রেখে দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার এবং ওপেনার লাহিরু থিরিমানের। আপাতত দুজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মোট ৩৬ জনের PCR Test হয়।  

আরও পড়ুন-  IPL 2021: Smith-Warnerদের IPL খেলা নিয়ে কড়াকড়ি Cricket Australia'র  

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় মুখ ঢেকেছে লঙ্কানরা।  করোনার কারণেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগেই স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন- Ind vs Eng: ভারত ৩-০ কিংবা ৪-০ তে সিরিজ জিতবে, ভবিষ্যদ্বাণী David Lloyd'র

Read More