Home> খেলা
Advertisement

38th National Games: জাতীয় গেমসের আগেই এল হাড়হিম খবর, কোচের চরম লালসার শিকার নাবালিকা হকি খেলোয়াড়!

Uttarakhand: বর্বর কোচের লালসার শিকার হলেন এক নাবালিকা হকি খেলোয়াড়। ঘটনাটি ঘটে, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে ৩৮ তম জাতীয় গেমস শুরুর আগে এই ঘটনাটি ঘটে। 

38th National Games: জাতীয় গেমসের আগেই এল হাড়হিম খবর, কোচের চরম লালসার শিকার নাবালিকা হকি খেলোয়াড়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের পাতায় চোখ ফেললেই কোথাও কোথাও ধর্ষণের ঘটনা সামনে আসবেই। কখনও সদ্যোজাত শিশু, আবার কখনও কোনও বৃদ্ধা হয় বর্বরের লালসার শিকার। এরই মাঝে ফের এক ধর্ষণের খবরে তোলপাড় খেলার জগত্‍‍। বর্বর কোচের লালসার শিকার হলেন এক নাবালিকা হকি খেলোয়াড়। জানা গিয়েছে, উত্তরাখণ্ডে ৩৮ তম জাতীয় গেমস শুরুর আগে ওই নাবালিকা খেলোয়াড়কে ধর্ষণ করা হয়। 

নির্যাতিতা খেলোয়াড় তাঁর কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। এবং পুলিসের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর, পুলিস চম্পাওয়াত জেলায় বসবাসকারী সিনিয়র পুরুষ দলের কোচ ভানু আগরওয়ালকে গ্রেফতার করে। অভিযুক্তের কোচিং সার্টিফিকেটও ইতোমধ্য়ে বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Uttar Pradesh Shocker: কুকুরের মতো মানুষের দেহ, ঠ্যাং ধরে টেনে ঢোকানো হচ্ছে মর্গে! যোগীরাজ্যে...

হরিদ্বারের জেলা ক্রীড়া আধিকারিক শাবালি গুরুংঘাস এই ঘটনাটিকে অত্যন্ত গুরুতর ঘটনা বলে অভিহিত করেছেন। হরিদ্বারের সিনিয়র পুলিস সুপার প্রমোদ সিং ডোভাল বলেছেন যে নির্যাতিতার বাবার অভিযোগের পরে সিডকুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে তিনি জেল হেফাজতে রয়েছে।

সিডকুল থানার এসএইচও মনোহর ভান্ডারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হরিদ্বারের রোশনাবাদ এলাকায় গত মাস থেকে হকি নির্বাচন শিবিরের জন্য প্রায় ৩০ জন মেয়ে এবং তিনটি কোচ সহ একটি হোটেলে ছিলেন। রবিবার ছিল শিবিরের শেষ দিন, এবং এদিনই কোচ নির্যাতিতাকে নিজের রুমে ডেকে ধর্ষণ করে। এবং তাকে ধর্ষণ করে ঋষিকেশের একজন স্থানীয় কোচের কাছে ফোনে তার বাবা-মাকে খবর দেন যারা হরিদ্বারে পৌঁছে পুলিসের কাছে যান।

এহেন মর্মান্তিক ঘটনার পর নির্যাতিতা প্রাথমিকভাবে খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সন্ধ্যেবেলা খেলোয়াড়ের বাবা-মায়ের অভিযোগের পরপরই, পুলিস ৬৪ (২) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

উল্লেখ্য, এই ঘটনার খবর পাওয়ার পর নির্যাতিতা ও পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের ক্রীড়ামন্ত্রী রেখা আর্য। তিনি বলেন, 'অভিযুক্ত কোচের নিয়োগ অবিলম্বে বাতিল করা হয়েছে। এছাড়া স্পোর্টস অথিরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লেখা হয়েছে যাতে কোচের সমস্ত কিছু বাতিল হয়ে যায়।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More