নিজস্ব প্রতিবেদন : প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ। একের পর এক গোল করে মেসি-রোনাল্ডোর গোলবন্যায় নিজেকে মেলে ধরেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালহা। ফুটবলারদের ভোটেই ২০১৭-১৮ মরসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন তিনি।
Congratulations, Mo! @22mosalah has been named the @PFA Players’ Player of the Year.
— Liverpool FC (@LFC) April 22, 2018
https://t.co/YTPLQftjXq #PFAawards pic.twitter.com/oOjbLyXxgw
হ্যারি কেইন, দাভিদ সিলভা, কেভিন ডি ব্রুইন, দাভিদ সিলভা, দি গিয়াদের পিছনে ফেলে দিলেন মোহামেদ সালহা। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন বা পিএফএ-র বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন প্রিমিয়ার লিগে ৩১ গোল করা সালহা। চলতি মরসুমে ইপিএলে শুধু ৩১ গোল করাই নয় সঙ্গে ৯টি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
আরও পড়ুন- বার্সেলোনার হয়ে 'শেষ ফাইনাল' খেললেন ইনিয়েস্তা!
পুরস্কার জিতে সালহা বলেন, "এটা একটা সম্মান, বিশেষ করে ফুটবলারদের ভোটে এই পুরস্কার পেয়ে আমি গর্বিত।" পাশাপাশি, ম্যাঞ্চেস্টার সিটির লেরয় সানে জিতে নিয়েছেন সেরা তরুণ ফুটবলারের পুরস্কার।