Home> খেলা
Advertisement

নিজের প্রাক্তন অধিনায়কের টানে ইডেনে সপরিবারে এসেছিলেন সামি

চোটের কারনে তিনি এখন ভারতীয় দলের বাইরে। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস বোলিং আক্রমণে উমেশ যাদবের সঙ্গী হচ্ছেন কখনও ভুবনেশ্বর কুমার, কখনও বা ইশান্ত শর্মা। কিন্তু স্রেফ নিজের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির টানে ইডেনে সপরিবারে ছুটে এসেছিলেন মহম্মদ সামি।

নিজের প্রাক্তন অধিনায়কের টানে ইডেনে সপরিবারে এসেছিলেন সামি

ওয়েব ডেস্ক: চোটের কারনে তিনি এখন ভারতীয় দলের বাইরে। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস বোলিং আক্রমণে উমেশ যাদবের সঙ্গী হচ্ছেন কখনও ভুবনেশ্বর কুমার, কখনও বা ইশান্ত শর্মা। কিন্তু স্রেফ নিজের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির টানে ইডেনে সপরিবারে ছুটে এসেছিলেন মহম্মদ সামি।

আরও পড়ুন একা সামলালেন ঝাড়খন্ডের ব্যাটিং বিপর্যয়, ধোনি ধামাকায় মাতল ইডেন

ইডেনে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করলেন বিজয় হাজারেতে ধোনির শতরান। ইডেন ছাড়ার সময় সামি জানিয়ে গেলেন নিজেকে পুরো ফিট করেই ভারতীয় দলে কামব্যাক করতে চান। তার আগে অবশ্য বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে  কয়েকটি ম্যাচ খেলার ইচ্ছা আছে বাংলার এই পেস বোলারের।

আরও পড়ুন  সৌরভ গাঙ্গুলির সুরেই সুর মেলালেন সচিন তেন্ডুলকর

Read More