Home> খেলা
Advertisement

শামির জন্য খারাপ খবর

ফিটনেস পরীক্ষায় ডাহা ফেল... 

শামির জন্য খারাপ খবর

নিজস্ব প্রতিবেদন: ফিটনেস পরীক্ষায় ডাহা ফেল। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতীয় দল থেকে বাদ পড়লেন পেসার মহম্মদ শামি। তার পরিবর্তে দলে জায়গা পেলেন দিল্লির পেস বোলার নভদীপ সাইনি।

fallbacks

আরও পড়ুন- দ্বিতীয়বার বিয়ে করলে হাসিনকে নিমন্ত্রণ করব : শামি

সোমবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-তে ইয়ো-ইয়ো টেস্টের ফিটনেস পরীক্ষায়   উত্তীর্ণ হতে পারেননি শামি। এরপরই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, “আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দল থেকে মহম্মদ সামিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচক মণ্ডলীরা। তাঁর পরিবর্তে দলে রাখা হয়েছে নভদীপ সাইনিকে”।

আরও পড়ুন- গানে গানেই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ, উদ্বোধনী মঞ্চে মধ্যমণি বিশ্বকাপ জয়ী রোনাল্ডো

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ ম্যাচে ৯৬ উইকেট নিয়ে আগেই নির্বাচকদের নজর কেড়েছিলেন নভদীপ। এবার শামির ফিটনেস টেস্টে ফেল হতেই দিল্লির এই তরুণ বোলারকে সুযোগ করে দিল বিসিসিআই।

 

 

 

Read More