Home> খেলা
Advertisement

Mohammed Shami: আইপিএলের মাঝেই শামিকে খুনের হুমকি! নেপথ্যে কে? পুলিসকে জানাল পরিবার

Mohammed Shami: উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে FIR শামির ভাইয়ে। 'নিজের খারাপ পারফরম্য়ান্স থেকে নজর ঘোরাতে এবং প্রচারের থাকার চেষ্টা করছেন শামি', দাবি হাসিন জাহানের।

Mohammed Shami: আইপিএলের মাঝেই শামিকে খুনের হুমকি! নেপথ্যে কে? পুলিসকে জানাল পরিবার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের খবরের শিরোনামে মহম্মদ শামি। আইপিএলের মাঝেই এবার ভারতীয় দলের পেসারকে প্রাণনাশের হুমকি! উত্তরপ্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন শামির ভাই মহম্মদ হাসিব।

আরও পড়ুন:  WATCH: 'রোনাল্ডো গো হোম'! মাঠে উড়ল ৩ কোটি ইউরো, কিংবদন্তিকে গ্যালারির চরম কটাক্ষ...

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি।  এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ছ’টি উইকেট পেয়েছেন তিনি। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অবশ্য প্রথম একাদশের ছিলেন না। অভিযোগ, শামিকে ইমেল করে খুনের হুমকি দিয়েছেন রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি।  শামির ভাইয়ের দাবি, অভিযুক্তকে অপরিচিত। কেন তিনি শামিকে হুমকি দিলেন, তা বুঝে উঠতে পারছেন পরিবারের লোকেরা। রীতিমতো উত্‍কণ্ঠায় রয়েছেন তাঁরা।

শামির প্রাক্তন স্ত্রী হাসিন বক্তব্য়, 'নিজের খারাপ পারফরম্য়ান্স থেকে নজর ঘোরাতে এবং প্রচারের থাকার চেষ্টা করছেন শামি'। তিনি বলেন, শামি ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয় সরকার। ফলে এইরকম কোনও ঘটনা ঘটলে, দোষীরা নিশ্চয়ই ধরা পড়বে। যদি না পড়ে, তাহলে মানুষ সত্যিটা বুঝে যাবেন যে, এটা পাবলিটি স্টান্স ছিল'।

আরও পড়ুন:  IPL 2025: ১৪৩৫ উইকেটের সঙ্গে ৩৭৬৩ রান, আইপিএলে ফিরেই প্রশ্নের মুখে! গোপনে ড্রাগ কাণ্ড?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More