Home> খেলা
Advertisement

Mohammed Siraj-Cristiano Ronaldo: ঘুম থেকে উঠেই 'রোনাল্ডো'র খোঁজ! DSP সিরাজ জানতেন CR7 মন্ত্রেই সম্ভব ইংরেজ নিধন...

Mohammed Siraj-Cristiano Ronaldo: ওভালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই ছিলেন সিরাজের সঙ্গে! এই বিশ্বাসেই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতীয় পেসার...  

Mohammed Siraj-Cristiano Ronaldo: ঘুম থেকে উঠেই 'রোনাল্ডো'র খোঁজ! DSP সিরাজ জানতেন CR7 মন্ত্রেই সম্ভব ইংরেজ নিধন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের (England vs India, 5th Test at London) পঞ্চম তথা শেষ টেস্ট ভারতের কাছে ছিল 'করেঙ্গে ইয়া মরেঙ্গে'! ওভালে জিততে না পারলে শুভমন গিলদের ইংরেজদের কাছে পরাস্ত হয়েই দেশে ফিরতে হত। কিন্তু রুদ্ধশ্বাস ওভালে শুভমন গিলরা ম্যাজিক শো দেখিয়ে ইতিহাস লিখেছেন। 

গত সোমবার, ওভালে পঞ্চম টেস্টের পঞ্চম তথা শেষ দিন ৩৩৯/৬ নিয়ে খেলা শুরু করা ইংরেজদের জয়ের জন্য মাত্র ৩৫ রানের প্রয়োজন ছিল! কিন্তু ক্রিকেট বিধাতা স্ক্রিপ্ট লিখেছিলেন যে ভারতের হয়েই! বেন স্টোকসের টিম তাদের শেষ চার উইকেট ২৮ রানে হারিয়ে ফেলে! আর 'ড্রেস্ট্রাক্টর ইন চিফ' ছিলেন জাতীয় দলের পেসার মহম্মদ সিরাজ। 

fallbacks

আরও পড়ুন: গৌতম আর গম্ভীর নন; কখনও বাঁধনভাঙা উচ্ছ্বাস, কখনও অঝোরে কান্না...

ওভালে বুমরার অবর্তমানে কে নেবেন তাঁর জায়গা? ভারত কি আদৌ পারবে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে। বুমরার ছায়া থেকে বেরিয়ে সিরাজ দেখিয়ে দিলেন যে, তিনি কী ধ্বংসলীলা চালাতে পারেন। লাল বলে তিনি কার্যকর নয় বলেই অভিযোগ উঠেছিল। 

সেই লালেই ইংরেজদের বেহাল করে দিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া সিরাজই হয়েছেন ম্যাচের সেরা। যাবতীয় সমালোচনার উত্তর দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন নিন্দুকদের। সিরাজ জানতেন যে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মন্ত্রেই তিনি ইংরেজ নিধন করতে পারবেন।

উইকেট নিয়ে Suiii সেলিব্রেশন করা সিরাজ যে, সিআরসেভেনের অন্ধ ভক্ত, তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর ওভাল টেস্টের অন্তিম দিনে তেলেঙ্গানা পুলিসের সাম্মানিক ডিএসপি পদাধিকারী সিরাজ বিশ্বাস করেছিলেন যে, রোনাল্ডোই পারবেন তাঁর বৈতরণী পার করে দিতে। '

আরও পড়ুন: সৌন্দর্যে মডেলও ফেল! স্টার ভারতীয় ক্রিকেটারের স্ত্রীকে চেনেন? আর সম্পত্তির পরিমাণ...

খেলার শেষে সিরাজ বলেন,'ওভাল টেস্টের শেষ দিনের সকালে আমি ভোর ৬টায় ঘুম থেকে উঠেছিলাম। সাধারণত আমি ৮টায় ঘুম থেকে উঠি। আমি বিলিভ লেখা রোনাল্ডোর ওয়ালপেপার খুঁজেছিলাম। আমি সেই মুহূর্ত থেকেই জানতাম যে, আমি পারবই, সেই বিশ্বাস ছিল।' সাংবাদিক বৈঠকেও সিরাজ তাঁর আই ফোনটি বার করে রোনাল্ডোর ওয়ালপেপার দেখান সাংবাদিকদের...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More