জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে কলকাতা লিগে (CFL 2024) জয়ে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। বিগত তিনবারের লিগ চ্য়াম্পিয়ন সাদা-কালো ব্রিগেড প্রথম ম্য়াচে উয়াড়িকে ৬-০ গোলের মালা পরিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে আটকে যেতে হয়েছিল খিদিরপুরের কাছে। তৃতীয় ম্য়াচে কালীঘাট মিলন সংঘের কাছে হেরে গিয়েছিলেন হাকিম সেসেন্ডোরা। তবে লিগের চতুর্থ ম্য়াচে মহামেডান ঘুরে দাঁড়াল। তারা ৩-১ গোলে হারিয়ে দিল আর্মি রেডকে। এই ম্য়াচ হেরে গেলেই সেসেন্ডোর চাকরি যেতে পারত। আপাতত চাকরি বাঁচালেন কোচ!
আরও পড়ুন: তাঁর কি আর বাজারে চাকরির অভাব! ১২ কোটিতে কিংবদন্তির পরের স্টেশন 'সিটি অফ জয়'?
এদিন শুরু থেকেই মহামেডান গোলের জন্য় মরিয়া ছিল। তবে গোল পেতে লেগে যায় ৩৮ মিনিট। গোলকিপারকে ব্য়াক-পাস করতে গিয়েই বিপত্তি ডেকে এনেছিল আর্মি রেড। সেই সুযোগে ইসরাফিল দেওয়ান গোল করে বেরিয়ে যান। এরপর বিরতির আগের সংযোজিত সময়ে শুভ বিশ্বাসের মাপা সেন্টার থেকে আবারও ইসরাফিল গোল করে স্কোরলাইন ২-০ করেন। বিরতিতে এগিয়ে মাঠ ছাড়ে মহামেডান। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে থকচম অ্য়াডিসন সিংয়ের গোলে মহামেডান ৩-০ করে জয় নিশ্চিত করে ফেলে। ম্য়াচের ৬৭ মিনিটে আর্মির হয়ে একমাত্র গোল করেন প্রদীপ কুমার। পেনাল্টিতে গোল করেন তিনি। আপাতত হাকিম এই যাত্রায় বেঁচে গেলেন। মহামেডান সমর্থকরাও স্বস্তি পেলেন।
আরও পড়ুন: 'চ্যাম্পিয়ন হতেই হবে'! রোহিত রাজত্বের অবসান? শাহ-ই ভিডিয়োতে বিরাট ব্রেকিং
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)