Home> খেলা
Advertisement

Mohun Bagan: পিছিয়ে পড়েও নর্থইস্ট-বধ, আইএসএলে ফের জয়ের সরণিতে মোহনবাগান

চলতি আইএসএলে টানা পাঁচটি জিতেছিল মোহনবাগান। কিন্তু আগের ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আটকে গিয়েছিল সবুজ-মেরুন। ২-২ গোলে শেষ হয় ম্যাচ।

Mohun Bagan: পিছিয়ে পড়েও নর্থইস্ট-বধ, আইএসএলে ফের জয়ের সরণিতে মোহনবাগান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ফের জয়ের সরণিতে মোহনবাগান।  অ্য়াওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও  নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারালেন মোহনবাগান।

আরও পড়ুন:  India Women vs England Women: দীপ্তির পঞ্চবাণে ভেঙে পড়ল ব্রিটিশ দুর্গ, ঐতিহাসিক টেস্ট জয়ের গন্ধ পাচ্ছে ভারত

চলতি আইএসএলে টানা পাঁচটি জিতেছিল মোহনবাগান। কিন্তু আগের ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে আটকে গিয়েছিল সবুজ-মেরুন। ২-২ গোলে শেষ হয় ম্যাচ।

এদিন ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল নর্থইস্ট। ৪  মিনিটের মাথায় ডান পায়ে বাঁকানো শটে গোল করেন  ফাল্গুনী সিংহ। ১৪ মিনিটে ম্যাচে সমতা ফেরে। ফ্রিকিকে মোহনবাগানের  লিস্টন কোলাসোর শট ঘুষি মেরে বের করে দেওয়ার চেষ্টা করেন নর্থইস্টের গোলকিপার। কিন্তু বল সরাসরি দীপক টাংরির মাথায় লেগে গোলে ঢুকে যায়। এরপর ঘুরে দাঁড়ান  অনিরুদ্ধ থাপা, কিয়ান নাসিরিরা। আক্রমণ করতে থাকেন একের পর এক। তাতে ফলও মেলে।

২৮ মিনিটে এগিয়ে যায় বাগান। অনিরুদ্ধের ক্রস হেডে নামিয়ে দেন সাদিকু। সেই বলে পা ছুঁইয়ে গোল করেন কামিন্স। ৭১ মিনিটে ব্য়বধান আরও বাড়ান শুভাশিস বসু। দ্বিতীয়ার্ধে পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নর্থইস্টের তোন্দোম্বা সিংহকে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More