শুভপম সাহা: মহামেডানকে হারিয়েই চলতি ডুরান্ড (Mohun Bagan vs Mohammedan, Durand Cup 2025) অভিযান শুরু করল বাস্তব রায়ের মোহনবাগান| পরপর দু'ম্যাচ হেরে কার্যত ডুরান্ড থেকে ছিটকেই গেল মেহরাজউদ্দিন ওয়াডুর সাদা-কালো শিবির| পরের ম্যাচে মহামেডান জিতলেও খুব একটা সুবিধা করতে পারবে না|
আরও পড়ুন: KKR: শাহরুখের ঘরে ঢুকে শিকার গোয়েঙ্কার! কলকাতার 'বেস্ট'কেই অপহরণ লখনউয়ের, কেকেআরে পরপর ভাঙন...
ডুরান্ড কাপ ও রেড রোডের ধারের ক্লাবের বয়স একই-১৩৪ বছর| গত মরসুমে আইএসএলে পা রাখা ময়দানের অন্যতম প্রধানের অধিকাংশ ফুটবলারই ডুরান্ডে প্রথমবার| ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দার (মেহেরাজুদ্দিন ) কী বা প্রত্যাশা করতে পারেন! তবুও টিমকে জার্সির সম্মানের কথা মাথায় রেখেই লড়তে বলেছিলেন| সজল বাগদের তুলনায় ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল মোহনবাগান| গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব আইএসএসএল খেলা টিমই নামিয়েছিল| শুধু ছিলেন না বিদেশিরা| বাস্তব প্রথম ম্যাচে চোটের জন্য মনবীর সিং ও শুভাশিস বসুরও সার্ভিস পায়নি|
প্রথমার্ধ
বৃস্পতিবার যুবভারতীতে খেলার শুরু থেকেই মোহনবাগান গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল আক্রমণাত্মক ফুটবল
খেলে| তবে কখনও সুহেল তো কখনও থাপা গোলের সুযোগ সুবর্ণ হাতছাড়া করলেন! তবে ২৩ মিনিটে সবুজ-মেরুনকে এগিয়ে দেন লিস্টন কোলাসো| ম্যাচের বয়স তখন ২১ মিনিট| মহামেডানের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন কোলাসো| কিন্তু তিনি বাধা পান| সঙ্গে সঙ্গে রেফারি ফাউলের বাঁশি বাজান| আর কোলাসো ফ্রি-কিকে দুরন্ত গোল করে এগিয়ে দেন| তবে ৪২ মিনিটেই মোহনবাগান ১০ জনে পরিণত হয়! টাংবা রাগুই পিছন থেকে আপুইয়াকে ট্যাকল করায় তিনি পড়ে যান, এরপর টাংবা ধাক্কা মারেন আপুইয়াকে| উত্তেজনায় আপুইয়া 'হেড বাট' করেন টাংবাকে| আর এরপরেই আপুইয়াকে লাল ও টাংবাকে কার্ড দেন রেফারি|
দ্বিতীয়ার্ধ
সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে থাকা মহামেডান, বিরতির পর তেড়েফুঁড়ে মাঠে নেমেই গোল শোধ করে দেয়| ৪৯ মিনিটে লালখান কিমার বাইরে থেকে আসা শট বিশাল আটকে দিয়েছিলেন, কিন্তু বল তিনি বিপন্মুক্ত করতে পারেননি| সেই বল ট্যাপ করে জালে জড়িয়ে দেন অ্যাশলে কোলি| এরপর ৬২ মিনিটে লিস্টন কোলাসো ব্যাক ফ্লিক করেন সুহেলকে| বিরতির আগে গোল হাতছাড়া করা সুহেল এবার গোল করে প্রায়শ্চিত্ত করলেন, কিন্তু গোল করার তিন মিনিটের মধ্যে তিনি ফের গোল হাতছাড়া করলেন| নির্ধারিত সময়ের পর পাঁচ মিনিট যোগ করেছিলেন রেফারি| শেষ লগ্নে লিস্টনের পেনাল্টিতে স্কোরলাইন ৩-১ করে মোহনবাগান... এদিন বাগানের জার্সিতে টেকচাম সিং অভিষেক করলেন| তবে সেভাবে ছাপ রাখার সুযোগ পেলেন না তিনি| মোহনবাগানের পারফরম্যান্স তাদের বাড়তি তাগিদ দেবে পরের ম্যাচের জন্য| জোড়া গোল করে ও করিয়ে ম্যাচের নায়ক লিস্টন|
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)