Home> খেলা
Advertisement

Mohun Bagan | ISL Semifinal: জামশেদপুরের দুরন্ত জয়, সেমির প্রথম পর্বে হার মোহনবাগানের! সল্টলেকে ফাইনালের লড়াই

Jamshedpur FC vs Mohun Bagan: সেমিফাইনালের প্রথম পর্বে হেরে গেল মোহনবাগান!   

Mohun Bagan | ISL Semifinal: জামশেদপুরের দুরন্ত জয়, সেমির প্রথম পর্বে হার মোহনবাগানের! সল্টলেকে ফাইনালের লড়াই

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে হেরে গেল লিড-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান! জামশেদপুর নিজেদের ঘরের মাঠে ২-১ হারিয়ে দিল সবুজ-মেরুনকে। যার ফলে সেমির দ্বিতীয় লেগে মোলিনা বাহিনীর লড়াই আরও কঠিন হল...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বৃহস্পতিবার সন্ধ্যায় টাটানগরীতে মনবীর সিং ও আপুইয়াকে ছাড়াই প্রথম একাদশ বাছতে হয়েছিল মোলিনাকে। অ্যাওয়ে ম্যাচে দুই সেরা অস্ত্রকে ছাড়াই খেলল মেরিনার্স। খালিদ জামিলের টিমের বিরুদ্ধে শুভাশিস বসুরা ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ১-১ রেখেছিল, কিন্তু ৯১ মিনিটে গোল খেয়ে আর খেলায় ফেরা হল না মোলিনাদের! পুরো আইএসএলে যে মোহনবাগানকে পাওয়া গিয়েছিল, এদিন সেই চেনা মোহনবাগানকেই দেখা গেল না।

এদিন খেলা শুরুর ৬ মিনিটের মাথায় প্রায় পেনাল্টি পেয়ে গিয়েছিল জামশেদপুর! নিখিল বার্লার ক্রস আশিস রাইয়ের হাতে লাগলেও রেফারি কর্নারই দেন। পেনাল্টি হাতছাড়া হওয়া জামশেদপুর যেন ফুটতে শুরু করে দেয়। খেলার ২৪ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় ঘরের টিম। স্টিফেন এজের পাস থেকে দুরন্ত হেডে গোল করেন সিভেরিও। তবে এক গোলে পিছিয়ে পড়া মোহনবাগান ১৩ মিনিটে গোল শোধ করে দেয়। জেসন কামিংস আগুনে ফ্রি-কিকে সমতা ফেরান। সংযুক্ত সময়ে মোহনবাগান পিছিয়ে পড়ে। আসানসোলের বাঙালি ছেলে ঋত্বিক দাসের ক্রস ধরে বুলেট গতিতে শট মারেন জাভি হার্নান্ডেজ। আর জাভির গোলই জামশেদপুরের ভাগ্য় নির্ধারণ করে দেয়।

খেলার পর মোলিনা বললেন: 'আমি মনে করি আমরা পুরো ম্যাচে সত্যিই ভালো ফুটবল খেলেছি, শুধু দ্বিতীয়ার্ধেই নয়। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি কিন্তু আমার মনে হয় আমরা দারুণ কাজ করেছি। আমরা এখনও আরও ভালো করতে পারি। স্পষ্টতই আজ কোনও জয় পাইনি কিন্তু দলের প্রচেষ্টায় খুশি। সল্টলেকে ফিরে একেবারেই আলাদা দল দেখবেন।'

খেলার পর খালিদ বললেন: 'আমি আগেই বলেছি যে, আমার খেলোয়াড়রা এই খেলার গুরুত্ব বোঝে এবং তারা পেশাদারিত্বের সঙ্গেই খেলেছে। আমরা ঘরের মাঠে খেলেছি, তাই দু'জন স্ট্রাইকারকে রেখেছিলাম। এই মুহূর্তে রিকভারিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমারা হয়তো কিছু খেলোয়াড়কে পাব না, কিন্তু আমরা দেখব কী হয়।'

আগামী সোমবার যুবভারতীতে মোহনবাগান-জামশেদপুর মুখোমুখি হবে। কিছুটা হলে জামশেদপুর এগিয়ে থাকবে। কিন্তু মোলিনা ঘরের সমর্থকদের সঙ্গে নিয়ে ফাইনালে যেতেই পারেন। এই কথা এখনই বলে দেওয়া যায়। কারণ মোলিনা বলেই দিয়েছেন সল্টলেকে তিনি বুঝে নেবেন।

আরও পড়ুন: ৫০৩ গ্রামের বিশেষ অঙ্গ! দিয়েগোর অটোপসিতে থ বিশেষজ্ঞরা, পরপর চাঞ্চল্যকর তথ্য সামনে
আরও পড়ুন: বোর্ডের মহার্ঘ কেন্দ্রীয় চুক্তি কী? বিশদে জানুন গ্রেড-বেতন-সুবিধা, জলের মতো বুঝুন

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More