Home> খেলা
Advertisement

বেহিসেবি জীবনযাপন, সাফাই দিলেও শো-কজ করা হল বাগানের জাপানি ফুটবলারকে

অনেকেই অবশ্য মনে করছেন, ইউটাকে নিয়ে সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি করে ফেললেন ক্লাব কর্তারা।

বেহিসেবি জীবনযাপন, সাফাই দিলেও শো-কজ করা হল বাগানের জাপানি ফুটবলারকে

নিজস্ব প্রতিবেদন : ডার্বি ম্যাচের পর থেকেই বিতর্কের কেন্দ্র বিন্দুতে মোহনবাগানের জাপানি ফুটবলার ইউটা কিনোয়াকি। ডার্বির ঠিক আগেই নাকি ওয়ার্মআপের সময় চোট পেয়ে নিজেকে সরিয়ে নেন ইউটা। তারপর গোকুলাম ম্যাচেও চোটের কারণে খেলেননি। তারপর ফেসবুকে বড় করে সাফাই দেন জাপানি ফুটবলার। কিন্তু দলের মধ্যেই তারকা ফুটবলারকে নিয়ে ক্রমশ অসন্তোষ বাড়ছিল। তাই সাফাই দিয়েও শো-কজের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেন না ইউটা।


চার্চিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গোয়াতেও যাচ্ছেন না ইউটা। তিনি জানান চোটটা লেগেছিল ডার্বির কয়েকদিন আগে। বড় ম্যাচের দিন ওয়ার্ম আপের সময় কাফ মাসেলের চোট আরও বেড়ে যায়।চিকিত্সক পাঁচ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। ফিট হলেও চোট পুরোপুরি সারেনি বলেই দাবি মোহনবাগানের জাপানি তারকার। মাঠের পাশাপাশি ইউটার মাঠের বাইরের জীবনযাপন নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর বেহিসেবি জীবনযাপনের প্রভাব নাকি পড়ছে খেলায়। ইউতা অবশ্য বলছেন, দলে তাঁর দায়বদ্ধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। জাপানি মিড ফিল্ডার যতই সাফাই দিন না কেন ক্লাব কর্তৃপক্ষ একেবারেই তাঁর আচরণে খুশি নয়। তাই শো-কজের পথে হাঁটল ক্লাব। অনেকেই অবশ্য মনে করছেন, ইউটাকে নিয়ে সিদ্ধান্ত নিতে অনেকটা দেরি করে ফেললেন ক্লাব কর্তারা।

আরও পড়ুন - কোপা দেল রে এল ক্লাসিকোর প্রথম লড়াই অমীমাংসীত

Read More