Home> খেলা
Advertisement

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ধোনিই প্রথম পছন্দ, স্পষ্ট করলেন প্রসাদ

ধোনির পারফরম্যান্সের ধারেকাছে কেউ নেই, বললেন নির্বাচন কমিটির চেয়ারম্যান 

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ধোনিই প্রথম পছন্দ, স্পষ্ট করলেন প্রসাদ

নিজস্ব প্রতিবেদন: পারফরম্যান্স করেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কয়েক মাস আগে শ্রীলঙ্কা সফরের প্রাক্কালে ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ। সেই প্রসাদের গলাতেই এবার ধোনিবন্দনা। তিনি স্পষ্ট করে দিলেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনিই থাকছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাছাকাছিও কেউ নেই। 

নির্বাচন কমিটির চেয়ারম্যান বলেন, ''ভারত এ দলে যুবকদের সুযোগ দিচ্ছি আমরা। কিন্তু বিশ্বকাপ পর্যন্ত ধোনিই কিপার থাকবেন। তারপর ভাবা যাবে। টিটোয়েন্টি সিরিজে ধোনি স্টাম্পিং ও ক্যাচ অসাধারণ। এমএস ধোনিই বিশ্বের এক নম্বর কিপার।''

আরও পড়ুন- টেস্ট খেলা দেশগুলির মধ্যে টিটোয়েন্টিতে সাফল্যের হার বেশি ভারতের

দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থদের মতো জুনিয়রদের এখন জাতীয় দলে নিয়মিত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রসাদের কথায়, ''বর্তমানে কোনও উইকেট কিপারের সঙ্গে ধোনির তুলনা চলে না। ভারত তো দূর বিশ্বেও ওঁর ধারেকাছে কেউ নেই।'' 

আরও পড়ুন- মারমুখী ধোনি, কোনওক্রমে নিজের পা বাঁচালেন কেএল রাহুল

শ্রীলঙ্কা সফরের আগেই এই এমএসকে প্রসাদই বলেছিলেন, ''ধোনি পারফর্ম না করলে বিকল্প খুঁজতে হবে।'' নির্বাচন কমিটির চেয়ারম্যানকে একহাত নিয়েছিলেন ধোনিভক্তরা। তবে ২২ গজে নিজের জাত চিনিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।  পারফরম্যান্স তো বটেই ফিটনেসেও তরুণদের টেক্কা দিচ্ছেন মাহি। একশো মিটার স্প্রিন্টে হারিয়েছেন ১২ বছরের ছোট হার্দিক পাণ্ড্যকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টিটোয়েন্টি ম্যাচে ধোনির জোরাল শট থেকে বাঁচতে পড়ে গিয়েছিলেন কেএল রাহুল। 
  

Read More