Home> খেলা
Advertisement

Mumbai Indians | IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!

Mumbai Indians New Captain For CSK vs MI IPL 2025: আবার বদলে গেল মুম্বইয়ের নেতা, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!  

Mumbai Indians | IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতা! পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স গত মরসুমে ১০ নম্বরে লিগ শেষ করেছিল! সবার আগে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের। আসন্ন আইপিএলে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি অতীতের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া। আগামী ২২ মার্চ থেকে শুরু অষ্টাদশ আইপিএল। আর আইপিএল শুরুর তিন দিন আগেই মুম্বইয়ের বিরাট চমকে নেতৃত্ব বদল, ভারতীয় দলের মহানক্ষত্র হলেন অধিনায়ক!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আইপিএলের 'এল-ক্লাসিকো': আইপিএলের যুগ্ম সফল দল-মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস, পাঁচবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে আইপিএল বোধনের পরদিনই। ২৩ মার্চ (রবিবার) চিপকে লিগের প্রথম 'এল-ক্লাসিকো'। গত মরসুমে মুম্বইয়ের মসনদে বসেছিলেন হার্দিক। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হন তিনি। যার মানে মুম্বই-চেন্নাই  ম্যাচে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টস করবেন হার্দিক! কিন্তু না, এখানেই টুইস্ট! রোহিতদের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব! আর এই খবর জানালেন হার্দিকই।

হার্দিক পান্ডিয়া অনুপস্থিত: চেন্নাইয়ের বিরুদ্ধে নেই অধিনায়ক হার্দিক। গত আইপিএলের শাস্তি ভোগ করতে হচ্ছে নিয়মিত অধিনায়ককে! চব্বিশের আইপিএলে মুম্বইয়ের গ্রুপ পর্যায়ের শেষ খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সঞ্জীব গোয়েঙ্কার টিমের বিরুদ্ধে মুম্বইয়ের মন্থর ওভার রেটের দায় হার্দিকের ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই নিয়ে তৃতীয়বার একই মরসুমে একই ভুল করেছিল মুম্বই। যার ফলে হার্দিক এক ম্যাচ নির্বাসিত হয়েছেন।   
 
সূর্যের প্রসঙ্গে হার্দিক: অধিনায়ক সূর্যের প্রসঙ্গে হার্দিক বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলেন, 'সূর্য ভারতকেও নেতৃত্ব দেয়। আমি না থাকলে সূর্যই এই ফরম্যাটে আদর্শ পছন্দ'। নির্বাসন নিয়ে হার্দিক এদিন বললেন, 'দেখুন এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর যা ঘটেছিল তা খেলারই অঙ্গ। আমরা শেষ ওভার দু'মিনিট দেরিতে বল করেছি। সেই সময়ে আমি পরিণতি পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু নিয়ম এটাই বলে এবং আমাদের তা মেনে চলতে হবে'...

মুম্বইয়ের নেতা হিসেবে হার্দিক: গত মরসুমে রোহিতের বদলে হার্দিক মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পরই তাঁর জীবনে শনি নেমে এসেছিল! তালিতে নয় তিনি বেঁচেছিলেন গালিতে। গ্যালারির টিটকিরি আর বিদ্রুপ তাঁর মাথার বালশি আর কোল বালিশের মতো হয়ে গিয়েছিল। হার্দিককে প্রায় প্রতিদিনই সমালোচিত হতে হয়েছিল ওই মরসুমে। মনে করা হয়েছিল যে, রোহিত আর হার্দিকের ভিতর নাকি সম্পর্কও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর সেসব বিলীন হয়ে যায়। কিছুদিন আগে রোহিতের নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে।

একাধিক অধিনায়কের প্রসঙ্গে হার্দিক: হার্দিক আইপিএলে এমন একটি দলের নেতৃত্বে। যেখানে ভারতীয় দলের দুই অধিনায়কই খেলেন। রোহিত ওডিআই ও টেস্টের নেতা, ওদিকে সূর্যর কাঁধে কুড়ি ওভারের দায়িত্ব। এর পাশাপাশি জসপ্রীত বুমরাও দেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এক দলে এত অধিনায়ক পেয়ে খুশি হার্দিক। তিনি এদিন বলেন, 'আমি ভাগ্যবান যে আমার সঙ্গে আরও তিনজন অধিনায়ক খেলছে। এটা আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি জানি আরও তিন কৌশলগত মস্তিষ্ক আছে, যারা বিভিন্ন সংস্করণে ভারতকে নেতৃত্ব দেয়। তাদের অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে। তারা আমার কাঁধে হাত রাখে এবং সমর্থন করে। আমি এভাবেই দেখি'...

আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!

আরও পড়ুন: ইডেনে ওদিন নাও হতে পারে ম্যাচ! আইপিএল শুরুর আগেই এল বিরাট আপডেট, আচমকা কী হল?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More