ওয়েব ডেস্ক: সব ভাল যার শেষ ভাল তার। কথাটা সত্যি প্রমাণ করলেন অ্যান্ডি মারে। ২০১৬ বছরটা এটিপি ranking-এ শীর্ষে থেকেই শেষ করছেন মারে। বছরের সেরা আট খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড ট্যুর টেনিস ফাইনালে চ্যাম্পিয়ন হলেন স্কটিশ মহাতারকা। গত চার বছর ধরে সেরাদের সেরা বাছাইয়ের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসছেন নোভাক জকোভিচ। জোকারের সেই রাজত্বে থাবা বসালেন মারে।
আরও পড়ুন-গীতার বিয়েতে আমিরি চমক
ফাইনালে নোভাক জকোভিচকে ৬-৩, ৬-৪-এ হারিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন মারে। এই ম্যাচটা হেরে গেলেই শীর্ষস্থান খোয়াতেম মারে, সেই মরণবাঁচন লড়াইয়ে মাথা ঠান্ডা রেখে বাজিমাত করলেন। চলতি বছর মারের এটি ৯ম খেতাব। এ বছরই জিতেছেন দ্বিতীয় উইম্বলডন ও রিও অলিম্পিকের সিঙ্গলসে সোনা। পাশাপাশি অস্ট্রেলিয়ান ও ফরাসি ওপেনের ফাইনালে খেলছেন।
আরও পড়ুন- শাড়িতে টেনিস তারকা, সোশ্যাল মিডিয়ার চোখ ছানাবড়া