ব্যুরো: ঝুলে রইল এন শ্রীনিবাসনের ভাগ্য। মায়াপ্পন, রাজ কুন্দ্রাদের নিয়েও কোনও সিদ্ধান্ত হল না। আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল শুক্রবার পর্যন্ত।
বিচারপতি মুকুল মুদগলের ৩৫ পাতার রিপোর্টের ভিত্তিতে এই মামলার শুনানি ছিল সোমবার। শুনানির শুরুতেই দুই বিচারপতি জানান তারা এখনও খাম বন্দি রিপোর্ট পরে দেখেননি। বিচারপতিরা জানতে চান মুদগলের দেওয়া রিপোর্টটি জনসমক্ষে আনা হবে কিনা। এরপরই দুই বিচারপতি জানান শুক্রবার তারা সিদ্ধান্ত নেবেন রিপোর্টের কতটা জনসমক্ষে আনা হবে। আদিত্য বর্মা জানিয়েছেন গোটা মামলায় এখনও চাপে শ্রীনিবাসনই।
২০ নভেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তাই বোর্ডের আইনজীবীরা চাইছেন দ্রুত এই মামলর নিস্পতি হোক। সোমবার সুপ্রিম কোটের বোর্ডের আইনজীবী বিচারপতিদের বলেন ফিক্সিং কাণ্ডে যখন শ্রীনিবাসনের নাম নেই তখন তাকে বোর্ড নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। তবে এখনও পর্যন্ত ক্লিস চিট না পেলেও নির্বাচনেক দিকে তাকিয়ে গুটি সাজাতে শুরু করেছেন শ্রীনিবাসন।