Home> খেলা
Advertisement

উইম্বলডনে নাদাল দশম বাছাই

একটা সময় তিনি ছিলেন ঘাসের কোর্টের রাজপুত্র। ঘাসের কোর্টের মহারাজা রজার ফেডেরারের সেরা চ্যালেঞ্জার্স। কিন্তু সে দিন গিয়েছে। লাল সুড়কির কোর্টে হারতে ভুলে যাওয়া রাফায়েল নাদাল হোঁচট খেয়েছেন ফরাসি ওপেনেও। সেই নাদাল দশম বাছাই হলেন এবারের উইম্বলডনে। বাছাইয়ের বিচারে নাদালের চেয়ে এগিয়ে রয়েছেন মারিয়া চিলিচ, কেই নিশিকোরিরা। এমনকী তাঁর দেশের খেলোয়াড় ডেভিড ফেরারও তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন।

উইম্বলডনে নাদাল দশম বাছাই

ওয়েব ডেস্ক: একটা সময় তিনি ছিলেন ঘাসের কোর্টের রাজপুত্র। ঘাসের কোর্টের মহারাজা রজার ফেডেরারের সেরা চ্যালেঞ্জার্স। কিন্তু সে দিন গিয়েছে। লাল সুড়কির কোর্টে হারতে ভুলে যাওয়া রাফায়েল নাদাল হোঁচট খেয়েছেন ফরাসি ওপেনেও। সেই নাদাল দশম বাছাই হলেন এবারের উইম্বলডনে। বাছাইয়ের বিচারে নাদালের চেয়ে এগিয়ে রয়েছেন মারিয়া চিলিচ, কেই নিশিকোরিরা। এমনকী তাঁর দেশের খেলোয়াড় ডেভিড ফেরারও তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন।

বুধবার তৈরি হওয়া এই বাছাই তালিকায় সবার শীর্ষে রয়েছেন কাপ জয়ের ব্যাপারে ফেভারিট নোভাক জকোভিচ। দুই নম্বরে রজার ফেডরার। অ্যান্ডি মারে, স্ট্যানলিস ওয়ারিঙ্কা রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ নম্বরে। মহিলাদের সিঙ্গলসে শীর্ষে সেরেনা উইলিয়ামস, দুই নম্বরে মারিয়া শারাপোভা।

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের উইম্বলডন।

 

Read More