Home> খেলা
Advertisement

এবার নাম বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের!

  এতদিন জায়গার নাম, মেট্রো স্টেশনের নাম বদল হচ্ছিল। নাম বদল হচ্ছিল আস্ত দেশেরই। কিন্তু এবার নাম বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। শুক্রবার বোর্ডের কার্যকরী কমিটির বৈঠকে নাম বদলেন প্রস্তাব দিয়েছেন সভাপতি অনুরাগ ঠাকুর। তাঁর ইচ্ছে কন্ট্রোল শব্দটি সরিয়ে কেয়ার শব্দটি ব্যবহার করা হোক।

এবার নাম বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের!

ওয়েব ডেস্ক:  এতদিন জায়গার নাম, মেট্রো স্টেশনের নাম বদল হচ্ছিল। নাম বদল হচ্ছিল আস্ত দেশেরই। কিন্তু এবার নাম বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। শুক্রবার বোর্ডের কার্যকরী কমিটির বৈঠকে নাম বদলেন প্রস্তাব দিয়েছেন সভাপতি অনুরাগ ঠাকুর। তাঁর ইচ্ছে কন্ট্রোল শব্দটি সরিয়ে কেয়ার শব্দটি ব্যবহার করা হোক।

আরও পড়ুন আজ ভারতীয় ক্রিকেটের সবথেকে গর্বের দিন, পুরো কারণটা হয়তো আপনি জানেন না

অনুরাগের বক্তব্য বোর্ড কাউকে কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ করতে চায় না। ফ্যান, ক্রিকেটার, কোচ, নির্বাচক, প্রশাসকদের স্বার্থের রক্ষা করাই লক্ষ্য বোর্ডের বলে দাবি অনুরাগের। বোর্ডের নাম পরিবর্তনের ক্ষেত্রে দেশের মানুষের পরামর্শ নেওয়া হবে। এই জন্য একটি পোলের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন সেপ্টেম্বরেই হবে 'মিনি আইপিএল' কিংবা 'বিদেশি আইপিএল

Read More