Home> খেলা
Advertisement

অফস্পিনে আপত্তি, আইপিএলে নারিনকে নিয়ে সমস্যায় নাইট শিবির

সুনীল নারিনকে নিয়ে সমস্যায় পড়ল নাইট রাইডার্স। চলতি আইপিএলে তার খেলা নিয়ে রীতিমত অনিশ্চয়তা তৈরি হল। আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে নারিন অফ স্পিন বোলিং করতে পারবেন না। কারন তার বোলিং অ্যাকশনে ত্রুটি রয়েছে। নাকেল বল বা স্ট্রেটার বলের উপর অবশ্য কোনও নিষেধাজ্ঞা জারি করেনি বিসিসিআই। আইপিএল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে নারিন পরবর্তী ম্যাচগুলোতে অফস্পিন বল করার চেষ্টা করলে আম্পায়াররা নো বল ডাকবেন। শুধু নো বলই ডাকা হবে না তাকে সাসপেন্ডও করা হতে পারে। বোর্ডের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেল কেকেআর দল। ২২ এপ্রিল বিশাখাপত্তনমে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন ম্যাচ অফিসিয়ালরা। তাকে রামচন্দ্র অর্থোস্কোপি অ্যান্ড স্পোর্টস সায়েন্সে পাঠানোও হয়। বায়োমেকানিক্যাল টেস্টে নারিনের অফ স্পিন বলে ত্রুটি ধরা পড়ে।

অফস্পিনে আপত্তি, আইপিএলে নারিনকে নিয়ে সমস্যায় নাইট শিবির

ওয়েব ডেস্ক: সুনীল নারিনকে নিয়ে সমস্যায় পড়ল নাইট রাইডার্স। চলতি আইপিএলে তার খেলা নিয়ে রীতিমত অনিশ্চয়তা তৈরি হল। আইপিএল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে নারিন অফ স্পিন বোলিং করতে পারবেন না। কারন তার বোলিং অ্যাকশনে ত্রুটি রয়েছে। নাকেল বল বা স্ট্রেটার বলের উপর অবশ্য কোনও নিষেধাজ্ঞা জারি করেনি বিসিসিআই। আইপিএল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে নারিন পরবর্তী ম্যাচগুলোতে অফস্পিন বল করার চেষ্টা করলে আম্পায়াররা নো বল ডাকবেন। শুধু নো বলই ডাকা হবে না তাকে সাসপেন্ডও করা হতে পারে। বোর্ডের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেল কেকেআর দল। ২২ এপ্রিল বিশাখাপত্তনমে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন ম্যাচ অফিসিয়ালরা। তাকে রামচন্দ্র অর্থোস্কোপি অ্যান্ড স্পোর্টস সায়েন্সে পাঠানোও হয়। বায়োমেকানিক্যাল টেস্টে নারিনের অফ স্পিন বলে ত্রুটি ধরা পড়ে।

Read More