দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: কাতারের রাজধানী দোহায় কাতার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ডায়মন্ড লীগে রেকর্ড নীরজ চোপড়ার। যদিও তার পরেও সোনা না পেয়ে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো নীরজকে। শুক্রবার তার তৃতীয় থ্রোতে ৯০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড করেন তিনি ।
এই প্রথমবার নীরজ ৯০ মিটারের মাইলফলক স্পর্শ করলেন এবং এই থ্রো দিয়ে তিনি ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লীগে নিজের ৮৯.৯৪ সেকেন্ডের জাতীয় রেকর্ডটিও ভেঙে ফেললেন।
যদিও শেষ পর্যন্ত জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার ছুঁড়ে নীরজ চোপড়ার জয় ছিনিয়ে নেন। নীরজ ছোড়েন ৯০.২৩ মিটার। এই প্রথম ওয়েবার ৯০ মিটারের মাইলফলক অতিক্রম করলেন।
চোপড়ার শেষ প্রচেষ্টা ছিল ৮৮.২০ মিটার।
এই দিন প্রথম থ্রো এ নীরজ ছোড়েন ৮৮.৪৪ মিটার। কিন্তু দ্বিতীয় থ্রো ডিসকোয়ালিফাইড হন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)