Home> খেলা
Advertisement

আই লিগের আগে নতুন চমক মোহনবাগানে

দেবজিত মজুমদারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তরুণ গোলকিপারকে সোরেম পোড়েইকে সই করাল মোহনবাগান। আই লিগের সেরা গোলকিপার দেবজিতকে নিয়ে টানাটানি চলছে মোহনবাগান,ইস্টবেঙ্গল আর অ্যাটলেটিকো দ্য কলকাতার মধ্যে। শোনা যাচ্ছে দেবজিতকে এটিকে মোটা অঙ্কের অফার দিয়েছে।

আই লিগের আগে নতুন চমক মোহনবাগানে

ওয়েব ডেস্ক : দেবজিত মজুমদারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তরুণ গোলকিপারকে সোরেম পোড়েইকে সই করাল মোহনবাগান। আই লিগের সেরা গোলকিপার দেবজিতকে নিয়ে টানাটানি চলছে মোহনবাগান,ইস্টবেঙ্গল আর অ্যাটলেটিকো দ্য কলকাতার মধ্যে। শোনা যাচ্ছে দেবজিতকে এটিকে মোটা অঙ্কের অফার দিয়েছে।

আরও পড়ুন- ২৩ জুলাই হতে চলেছে চতুর্থ ISL ড্রাফট

শুধু কোটি টাকা দেওয়াই নয়,তারকা গোলকিপারকে থাকার জন্য ফ্ল্যাট দিতেও নাকি তৈরি আইএসএলের কলকাতা দল। এই পরিস্থিতিতে মণিপুরের তরুণ গোলকিপার পোড়েইকে সই করিয়ে নিল সবুজ-মেরুন। গত মরসুমে আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে খেলেছিলেন সোরেম। তারপর আই লিগ আর ফেডারেশন কাপে DSK শিবাজিয়ান্সের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। এই মরসুমে অবশ্য আইএসএল না খেলে আই লিগকেই বেছে নিলেন মণিপুরের এই গোলকিপার।

Read More