Home> খেলা
Advertisement

ইশান্তের নয়া লুক

আইপিএলের আরও এক নতুন সংস্করণ। এবার পা দিল ন নম্বরে। শুরু থেকে খেলতেন এমন অনেকেই হারিয়ে গিয়েছেন। আর এবার থেকে নতুন খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। ইশান্ত শর্মা প্রথম থেকেই রয়েছেন আইপিএলে। মাঝে অনেকবার দল পাল্টানো হয়ে গিয়েছে তাঁর।

ইশান্তের নয়া লুক

ওয়েব ডেস্ক: আইপিএলের আরও এক নতুন সংস্করণ। এবার পা দিল ন নম্বরে। শুরু থেকে খেলতেন এমন অনেকেই হারিয়ে গিয়েছেন। আর এবার থেকে নতুন খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যাও কম নয়। ইশান্ত শর্মা প্রথম থেকেই রয়েছেন আইপিএলে। মাঝে অনেকবার দল পাল্টানো হয়ে গিয়েছে তাঁর।

এবার ইশান্ত রয়েছেন পুনে ওয়ারিওর্সে। প্রথম ম্যাচে বেশ ভালোই পারফরম্যান্স করলেন। আবার নিজের বলের মতোই নিজের লুকও বদলে ফেলেছেন তিনি। চুল বাঁধছেন। নতুন পোশাক। বেশ বর্ণময় লাগছিল মাঠে তাঁকে।

fallbacks

Read More