Home> খেলা
Advertisement

লিয়েন্ডারের জীবনে নতুন প্রেম?

অলিম্পিক শুরুর আগে বিতর্কে লিয়েন্ডার পেজ। কিন্তু বিতর্কের মাঝেই ভারতীয় টেনিসের সফলতম খেলোয়াড়কে নিয়ে অন্যরকম খবর।

লিয়েন্ডারের জীবনে নতুন প্রেম?

ওয়েব ডেস্ক: অলিম্পিক শুরুর আগে বিতর্কে লিয়েন্ডার পেজ। কিন্তু বিতর্কের মাঝেই ভারতীয় টেনিসের সফলতম খেলোয়াড়কে নিয়ে অন্যরকম খবর।

আরও পড়ুন- লিয়েন্ডারের রেকর্ড

শোনা যাচ্ছে, লিয়েন্ডার নাকি প্রেমে পড়েছেন দেশের এক টেনিস খেলোয়াড়ের সঙ্গে। নাম তনভি শাহ। ২৫ বছরের তনভির সঙ্গে ৪৫ বছরের লিয়েন্ডারের নাকি পরিচয় হয় এক অনুষ্ঠানে। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও মেয়ে কার কাছে থাকবে তা নিয়ে এখনও বিবাদ চলছে। এরই মাঝে লি-এর জীবনে প্রেম। যদিও ব্যাপরটা এখনও জল্পনার স্তরেই রয়েছে।

fallbacks

২০০৫ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন লি।  

এদিকে, রোহন বোপান্নার সঙ্গে লিয়েন্ডার পেজ গেমস ভিলেজের ফ্ল্যাটে থাকতে রাজি নন। এমন খবর উড়িয়ে দিলেন আইওসি কর্তারা। আসলে দেরিত আসায় লিয়েন্ডার গেমস ভিলেজে ঘরই পাননি। এতে বেশ হতাশ লিয়েন্ডার।

Read More