Home> খেলা
Advertisement

বিশ্বকাপে কোহলিদের ফাঁসাতে ব্যবহার হবে 'মধু ফাঁদ'-এর!

আসন্ন বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁসাতে মহিলা এজেন্টদের ব্যবহার করতে পারে বুকিরা। সতর্ক করে দিল অন্যতম আয়োজক নিউজিল্যান্ডের পুলিস বিভাগ। তাই বিশ্বকাপের সময় অপরিচিত মহিলাদের থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ দিল তারা।

বিশ্বকাপে কোহলিদের ফাঁসাতে ব্যবহার হবে 'মধু ফাঁদ'-এর!

 

ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্বকাপে ক্রিকেটারদের ফাঁসাতে মহিলা এজেন্টদের ব্যবহার করতে পারে বুকিরা। সতর্ক করে দিল অন্যতম আয়োজক নিউজিল্যান্ডের পুলিস বিভাগ। তাই বিশ্বকাপের সময় অপরিচিত মহিলাদের থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ দিল তারা।

পুলিস প্রধান সান্দ্রা ম্যান্ডারসন সতর্ক করে জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ পেলে এই সব মহিলারা দুর্বল মুহূর্তের ছবি তুলে রাখতে পারে। ক্রিকেটাররা তাদের চাহিদামত তথ্য সরবরাহ করতে রাজি না হলে ওই সব ছবি জনসমক্ষে প্রকাশ করে দেবার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে পারে বুকিরা।

নিউজিল্যান্ড পুলিস এইসব মহিলাদের নাম দিয়েছে 'বোম'।

Read More