নিজস্ব প্রতিবেদন: আইলিগের প্রথম ডার্বির নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে যুব বিশ্বকাপের ধাঁচে। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচটি হবে দুপুর দুটোয়।
আরও পড়ুন- বিসিসিআইকে ৫২ কোটির জরিমানা!
দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সকাল এগারোটাতেই স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিস। মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে এক, দুই ও তিন নম্বর গেট। আর ইস্টবেঙ্গলের জন্য থাকছে তিন-এ, চার ও পাঁচ নম্বর গেট। বিধাননগর কমিশারেটের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের দিন বিধাননগরে কোনও টিকিট বিক্রি হবে না। নিরাপত্তার স্বার্থে মাঠে বাদ্যযন্ত্র, বাজি বা অগ্নিসংয়োগকারী কোনও বস্তু নিয়ে দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন- বিরাটের বিয়ে বিদেশে!