Home> খেলা
Advertisement

আফ্রিদির নয়, তবে সত্যিই সন্তান মারা গেল এক পাক ক্রিকেটারের

শাদিহ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, একদিন আগে এই মিথ্যে খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর ক্রমশ জানা যায় যে, শাহিদ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, এই খবরটি সত্য নয়।

আফ্রিদির নয়, তবে সত্যিই সন্তান মারা গেল এক পাক ক্রিকেটারের

ওয়েব ডেস্ক : শাদিহ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, একদিন আগে এই মিথ্যে খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর ক্রমশ জানা যায় যে, শাহিদ আফ্রিদির মেয়ে মারা গিয়েছে, এই খবরটি সত্য নয়।

কিন্তু দুটো দিন যেতে না যেতেই এবার সত্যিই দুঃসংবাদ। এবং এবারও এই খারাপ খবরের সঙ্গে জড়িয়ে এক পাকিস্তানি ক্রিকেটার এবং তাঁর সন্তান।  হ্যাঁ, পাকিস্তানের পেসার জুনেইদ খানের প্রথম সন্তান মারা গিয়েছে! এই খবর জানিয়েছেন জুনেদ স্বয়ং। তিনি টুইট করেছেন, ''আমার জীবনের সবথেকে খারাপ দিন। আমার প্রথম সন্তান মারা গিয়েছে।আল্লাহর কৃপায় আমার স্ত্রীর শরীর এখন ভালো আছে। আমার স্ত্রী জন্য যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।'' টুইটারে জুনেদের থেকে এই খবর পেয়ে স্বভাবতই হতাশায় ডুবে যায় ক্রিকেট মহল। অনেক ক্রিকেটারই জুনেদের পাশে এসে দাঁড়িয়েছেন।  

 

Read More