Home> খেলা
Advertisement

KKR থেকে সৌরভকে বাদ দিতে বিশেষ ভাবতে হয়নি: ভেঙ্কি মাইসোর

২০০৮ থেকে ২০১০ তিনটি মরশুম কেকেআর জার্সিতে খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি।

KKR থেকে সৌরভকে বাদ দিতে বিশেষ ভাবতে হয়নি: ভেঙ্কি মাইসোর

নিজস্ব প্রতিবেদন:  ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে এই সিদ্ধান্ত নিতে বিশেষ ভাবতে হয়নি বলেই জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। এমনকি নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি।

২০১১ সালের আইপিএল নিলামের আগে কেকেআর-এর সঙ্গে যুক্ত হন দলের চিফ এক্সিকিউটিভ অফিসার ভেঙ্কি মাইসোর। সেই সময় সৌরভ গাঙ্গুলিকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বিশেষ ভাবতে হয়নি তাঁকে। তবে মহারাজকে নিয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে তাঁর মনে আবেগও বিশেষ কাজ করেনি বলে জানিয়েছেন তিনি।

২০০৮ থেকে ২০১০ তিনটি মরশুম কেকেআর জার্সিতে খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি। ২০১০ সালের আইপিএলে কেকেআর এর হয়ে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন সৌরভই। তা সত্ত্বেও তাঁকে বাদ পড়তে হয়। যা অবশ্য মেনে নিতে পারেননি সৌরভ ভক্তরা। এ প্রসঙ্গে ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, সৌরভকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে তাঁর মনে তেমন ব্যাকুলতা তৈরি হয়নি। হয়তো দলের সঙ্গে আরও বেশি সময় যুক্ত থাকলে তাঁর মধ্যে সৌরভ নিয়ে আবেগ কাজ করত বলে মনে করেন।

 

আরও পড়ুন - আমিরশাহিতে রোহিত-রীতিকার ওয়ার্কআউট, ভাইরাল ভিডিয়ো

Read More