Home> খেলা
Advertisement

একটা খবরে ইংল্যান্ড দল অনেক শক্তিশালী হয়ে গেল!

সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, আপনার দেখা সেরা পেস বোলার কে? সৌরভ হয়তো একবারে তাঁর নাম নেবেন না। কিন্তু তালিকায় দু-চারটে নাম বলার পর অবশ্যই নেবেন তাঁর নাম। হ্যাঁ, তাঁর নাম বলতে, জেমস অ্যান্ডারসনের নাম। ইংরেজ এই বোলারের প্রশংসা করেন না এমন ক্রিকেটপ্রেমী বিরল। সেই জেমস অ্যান্ডারসনের চোট ছিল।

একটা খবরে ইংল্যান্ড দল অনেক শক্তিশালী হয়ে গেল!

ওয়েব ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, আপনার দেখা সেরা পেস বোলার কে? সৌরভ হয়তো একবারে তাঁর নাম নেবেন না। কিন্তু তালিকায় দু-চারটে নাম বলার পর অবশ্যই নেবেন তাঁর নাম। হ্যাঁ, তাঁর নাম বলতে, জেমস অ্যান্ডারসনের নাম। ইংরেজ এই বোলারের প্রশংসা করেন না এমন ক্রিকেটপ্রেমী বিরল। সেই জেমস অ্যান্ডারসনের চোট ছিল।

আরও পড়ুন জন্মদিনে বিরাটের হোটেলর ঘর কেমন সাজালেন অনুষ্কা শর্মা?

কিন্তু ইসিবি সূত্রে এবং ইংরেজ অধিনায়ক অ্যালিস্টার কুকের মুখ থেকে জানা গেল, ভারত সফরের জন্য চোট সারিয়ে তৈরি জিমি অ্যান্ডারসন। অর্থাত্‍ ইংল্যান্ডের বোলিং শক্তি কিন্তু এখন অনেক ভালো হয়ে গেল। তবে, অ্যান্ডারসন রাজকোটে প্রথম টেস্টে খেলতে পারবেন না। তিনি এই সিরিজে খেললে সেটা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে।

আরও পড়ুন  জন্মদিনে জানুন কোহলি সম্পর্কে ৫ টি 'বিরাট' তথ্য

 

Read More