Home> খেলা
Advertisement

Sachin Tendulkar: ১৪ অগস্ট সচিনের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে! কিন্তু কেন?

জীবনের প্রথম সেঞ্চুরি পেতে সচিনের লেগেছিল মাত্র ৮টি টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে সচিন টেস্টের চতুর্থ তথা শেষ ইনিংসে ১৮৯ বলে ১১৯ রান করেছিলেন। সবচেয়ে বড় কথা সচিনের ব্যাটেই ইংরেজদের বিরুদ্ধে ভারত টেস্ট ড্র করেছিল। 

Sachin Tendulkar: ১৪ অগস্ট সচিনের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে! কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নামটাই ব্র্যান্ড। যার কোনও বিশেষণের প্রয়োজন নেই। বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা ব্যাটিং সুপারস্টার তিনি। আজও সব ফরম্যাট মিলিয়ে সচিনের ঝুলিতেই সবচেয়ে বেশি রান। সেঞ্চুরির সেঞ্চুরি করা কিংবদন্তি ক্রিকেটার কোনওদিন ভুলতে পারবেন না স্বাধীনতা দিবসের আগের দিনটি। কারণ ১৪ অগস্ট সচিন জীবনের প্রথম আন্তর্জাতিক শতরানের স্বাদ পেয়েছিলেন মাত্র ১৭ বছর ১১২ দিন বয়সে। ঠিক ৩২ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালের ১৪ অগস্ট সচিন ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে পেয়েছিলেন অভিষেক সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে সব চেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনে নাম লেখান মাস্টার ব্লাস্টার।

জীবনের প্রথম সেঞ্চুরি পেতে সচিনের লেগেছিল মাত্র ৮টি টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডে সচিন টেস্টের চতুর্থ তথা শেষ ইনিংসে ১৮৯ বলে ১১৯ রান করেছিলেন। সবচেয়ে বড় কথা সচিনের ব্যাটেই ইংরেজদের বিরুদ্ধে ভারত টেস্ট ড্র করেছিল।  ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডে ৫১৯ রান তুলেছিল। জবাবে ভারত গুটিয়ে গিয়েছিল ৪৩২ রানে। ইংরেজরা ৮৭ রানে লিড নিয়েছিল। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৩২০/৪-এ। ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ৪০৮ রান। সচিনের ব্যাটেই ভারত ড্র করেছিল।

১৯৮৯ সালের ১৫ নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক করেন সচিন। ২২ গজে ২৪ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে সচিন টেস্টে করেছেন ১৫ হাজার ৯২১ রান। তাঁর ঝুলিতে আছে ৫১টি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটেও দেখিয়েছেন এরকমই দাপট। ১৮ হাজার ৪২৬ করেছেন সচিন। রয়েছে ৪৯টি সেঞ্চুরি। দেশের হয়ে হাফ ডজন বিশ্বকাপ খেলেছেন সচিন। ২০১১ সালে তাঁর বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্নপূরণ হয়েছিল। স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে সচিন তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকা লাগিয়েছেন। সেই ভিডিয়ো নিজেই সচিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সচিন আজও আবেগের সমার্থক। তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই অনুগামীরা ভালবাসায় ভরিয়ে দেন। সচিনের এই দেশাত্মক ভাবমূর্তি ফের মন জয় করে নিয়েছে নেটাগরিকদের।

 Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More