Home> খেলা
Advertisement

অস্ত্রোপচার সম্পন্ন, আপাতত ভালো আছেন Tiger Woods

তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, মাইক টাইসন প্রমুখ।      

অস্ত্রোপচার সম্পন্ন, আপাতত ভালো আছেন Tiger Woods

নিজস্ব প্রতিবেদন - সুষ্ঠুভাবেই সম্পন্ন হল টাইগার উডসের অস্ত্রোপচার। গাড়ি দুর্ঘটনায় সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছিল টাইগার উডসের দুটি পা। তবে আপাতত তিনি ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও খবর। তবে ৪৫ বছরের এই গল্ফার আর কোনোদিন খেলতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। পায়ের চোট গুরুতর হলে অকালেই তাকে সরে যেতে হবে গল্ফ কোর্স থেকে।

আরও পড়ুন - মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হল Narendra Modi stadium - দেখুন গ্যালারি

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে তাঁর গাড়ী প্রায় উড়ে বেশ খানিকটা এগিয়ে যায় এবং রাস্তার ধারের রেলিং ভেঙে নীচে পড়ে যায়। পুলিস সূত্রে জানা যায়, তাঁর শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়, তবে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে তাঁর পা দুটিই। তবে এই কিংবদন্তি গল্ফারের পরিবারের তরফ থেকে তাঁর সুস্থতার খবর জানিয়ে টুইটও করা হয়েছে।

দুর্ঘটনার সময় উডস নিজেই গাড়ী চালাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ীটি। ঠিক কিকারণে গাড়ীটি উল্টে যায় তা এখনও জানা যায়নি। পুলিস তদন্ত চালাচ্ছে। তাঁর আরোগ্য কামনা করে টুইট করেছেন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, মাইক টাইসন প্রমুখ।      

Read More