Home> খেলা
Advertisement

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে না পাকিস্তান!

পাকিস্তান ক্রিকেটের জন্য অশনিসংকেত। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে না! বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা নির্নায়ক পর্বে জয় লাভ করেই ক্রিকেটের বিগেস্ট শো'তে নাম লেখাতে হবে পাকিস্তান দলকে।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে না পাকিস্তান!

ওয়েব ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের জন্য অশনিসংকেত। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে না! বিশ্বকাপে খেলতে হলে যোগ্যতা নির্নায়ক পর্বে জয় লাভ করেই ক্রিকেটের বিগেস্ট শো'তে নাম লেখাতে হবে পাকিস্তান দলকে।

 


এখন অস্ট্রেলিয়া সফর করছে মিসবা উল হকের নেতৃত্বাধীন পাকিস্তান। টেস্ট সিরিজে হার। সামনেই ৫ ম্যাচের ওডিআই সিরিজ। তারমধ্যে এই অশনিসংকেত পাকিস্তান দলকে বেশ চাপের মধ্যে রাখবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত হবে যে ক্রিকেট বিশ্বকাপ তাতে সরাসরি পৌঁছতে হলে অস্ট্রেলিয়া সিরিজ পাকিস্তানের কাছে 'ডু ওর ডাই' পরিস্থিতি। 

 

২০১৯ সালে ১০টি ক্রিকেট খেলিয়ে দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। ওডিআই র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন বাংলাদেশেরও পরে। ৮৯ পয়েন্ট নিয়ে ১২টি দলের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৮ নম্বরে। পাকিস্তানের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ তিনে রয়েছে ক্রমান্বয়ে আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড। আইসিসি নিয়ম অনুযায়ী ১২টি দলের শেষ চারটি দলের বেস্ট দুই দল বিশ্বকাপের মঞ্চে খেলতে পারবে। এখন পাকিস্তান যদি অস্ট্রেলিয়া সিরিজে ঘুরে না দাঁড়াতে পারে তাহলে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট মহারথীরা। সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে আরও নেমে যাবে পাকিস্তান। আর এমনটা হলে ২০১৮ সালে আইসিসি ওয়ার্ল্ড কাপের যোগ্যতা নির্নায়ক পর্বে খেলে জয় হাসিল করেই বিশ্বকাপে ফিরতে হবে পাকিস্তানকে। 

Read More