নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েক বছর ধরেই ওয়াসিম আক্রম, শোয়েব আখতার কিংবা শাহিদ আফ্রিদি, রামিজ রাজার মতো প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির কথা বলে চলেছিলেন। এবার সেদিকে নজর রেখে ২০১৯-২০ আর্থিক বর্ষের তুলনায় এক ধাক্কায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের বেতন ৭% বাড়াল সে দেশের ক্রিকেট বোর্ড।
এক লাফে অনেকটাই বেতন বাড়ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের। এবার থেকে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটাররা ভারতীয় টাকার অঙ্কে ৬৬,০০০ টাকা প্রতি মাসে বেতন পেতে চলেছেন। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পিসিবি এক বিবৃতিতে বলেছে, ডোমেস্টিক ক্রিকেটারদের জন্য এর আগে বেতন খুব কম ছিল। কিন্তু এবার থেকে তারা অনেক বেশি বেতন পেতে চলেছেন। ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় এবার প্রায় ৭ শতাংশ বেতন বাড়ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের।
Once the lowly paid top domestic cricket performers now have the opportunity to earn as high as PKR3.2million
— PCB Media (@TheRealPCBMedia) September 8, 2020
MORE: https://t.co/DO9yzIWAHR pic.twitter.com/cXuapGBqXd
এখানেই শেষ নয়, ঘরোয়া ক্রিকেটারদের জন্য পারফরম্যান্স ভিত্তিক বেতন বাড়ানোর সুযোগ রয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, কোনও ক্রিকেটার যদি ম্যাচের ফাইনাল অবধি দলকে নিয়ে যেতে পারেন, তাহলে তাঁর বেতন আরও বাড়ানো হবে। ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার প্রমাণ দিতে পারলে বেতন নিয়ে তাঁদের আর চিন্তা ভাবনা করতে হবে না।
২০২০-২১ অর্থ বর্ষে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের বেতন কাঠামো (ভারতীয় টাকার অঙ্কে)
A+ ক্যাটেগরি- ১০ জন ক্রিকেটার, মাসিক বেতন ৬৬,০০০ টাকা
A ক্যাটেগরি- ৩৮ জন ক্রিকেটার, মাসিক বেতন ৩৭,০০০ টাকা
B ক্যাটেগরি- ৪৮ জন ক্রিকেটার, মাসিক বেতন ৩৩,০০০ টাকা
C ক্যাটেগরি- ৭২ জন ক্রিকেটার, মাসিক বেতন ২৮,০০০ টাকা
D ক্যাটেগরি- ২৪ জন ক্রিকেটার, মাসিক বেতন ১৭,৫০০ টাকা
আরও পড়ুন - করোনার প্রকোপ বৃদ্ধি পেলেও দর্শকদের নিয়েই হবে ফরাসি ওপেন