জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরতে না ঘুরতেই ফের জগত্ সভায় শ্রেষ্ঠ ভারতই! 'অসাধারণ খেলা ও অসাধারণ ফল', চ্য়াম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো জাতীয় দলের প্রাক্তন তারকারাও।
গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2024)। আট মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আইসিসি-র ট্রফি। রবিবার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতল ভারত। ২০০২ সালে ভারত প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপর ২০১৩ সালে এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বে এই ট্রফি জেতে টিম ইন্ডিয়া। বিশ্বের প্রথম দল হিসেবে ভারত তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল।
এক্স হ্য়ান্ডেল পোস্টে মোদী লিখেছেন, 'আমাদের ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় গর্বিত। গোটা প্রতিযোগিতা তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমাদের দলকে অভিনন্দন'। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।
দেশজুড়ে এখন উত্সবের মেজাজ। খেলা শেষ হতেই আনন্দ মেতে ওঠেন ক্রিকেটপ্রেমীরা। এক্স হ্যান্ডের সৌরভ লিখেছেন, দুর্দান্ত প্রচেষ্টা। গত ২ বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে কী অসাধারণ পারফরম্যান্স! রোহিত শর্মা দারুণ অধিনায়ক।
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জ়িল্যান্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম মুখোমুখি হয়েছিল স্টিফেন ফ্লেমিংয়ের দলের। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেঞ্চুরিতে ভর করে ভারত ৬ উইকেটে ২৬৪ রান তুলেছিল। জবাবে কিউয়িরা ২ বল হাতে রেখে ৪ উইকেটে ফাইনাল জিতে নেয়। নাইরোবির জিমখানা ক্লাব গ্রাউন্ডে হৃদয় ভেঙেছিল ভারতবাসীর।
আরও পড়ুন: Shubman Gill: গিল দিয়েছেন দিল, দেশের তারকা ক্রিকেটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন! কে এই পরম সুন্দরী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)