নিজস্ব প্রতিবেদন : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে নতুন পালক। পর্তুগাল অধিনায়ক হিসেবে উয়েফা নেশনস লিগের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হলেন সিআর সেভেন। ২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে উইরো চ্যাম্পিয়ন হওয়ার পর নেশনস লিগের প্রথম বছরেই চ্যাম্পিয়ন পর্তুগাল। ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে ইউরোপ সেরারাই নেশনস লিগের সেরা হল।
CHAMPIONS!
— UEFA Nations League (@UEFAEURO) June 9, 2019
Portugal win the #NationsLeague!
পোর্তোয় রবিবাসরীয় ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকে দিয়েও কাজের কাজ করতে পারল না ডাচরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো গুয়েদেস। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও ফাইনালে চেনা মেজাজে পাওয়া যায়নি ডাচদের। ম্যাচ জুড়ে দাপট ছিল রোনাল্ডোদেরই। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ডান পায়ের দুরন্ত শটে ডাচ গোলরক্ষককে পরাস্ত করে পর্তুগালকে প্রথম উয়েফা নেশনস লিগের ট্রফি এনে দিলেন গুয়েদেস। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত ফার্নান্দো স্যান্টোসের পর্তুগাল।
আরও পড়ুন - ICC World Cup 2019: ক্যাপ্টেন কোহলির 'বিরাট' হৃদয়ের স্বাক্ষী থাকল রবিবাসরীয় ওভাল