নিজস্ব প্রতিবেদন: প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint-Germain, PSG) ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাটি (Marco Verratti) ভয়ঙ্কর ডাকাতির মুখে পড়লেন। স্ত্রী জেসিকা আইদির সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ইবিজায়। ভেরাটি উঠেছিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর বাড়িতে। অফ-সিজন ব্রেকে নিজেকে চাঙ্গা করতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভেরাটি। জানা যাচ্ছে তাঁর সাময়িক আস্তানা থেকে ডাকাতরা টাকা ও গয়নাগাটি মিলিয়ে প্রায় তিন মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে। এমনটাই রিপোর্ট।
মার্কা জানিয়েছে যে, ভেরাটিরা যখন বাড়িতে ছিলেন না, তখনই ঘটে যায় দুঃসাহসিক ডাকাতি। যদিও ঘরের দরজার ভাঙার কোনও চিহ্ণ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিস। ইটালিয়ান মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে প্যারিসের জার্সিতে মাত্র ৩২ ম্যাচে খেলেছেন। দু'টি গোল করেছেন ও দু'টি গোলে অবদান রেখেছেন। চোট-আঘাত ভুগিয়েছে ভেরাটিকে। দেখতে গেলে এই নিয়ে স্পেনে দ্বিতীয়বার ডাকাতির ঘটনা ঘটল কোনও ফুটবলারের সঙ্গে। আরবি লেপজিগের তারকা ডানি ওলমো ডাকাতির মুখে পড়েছিলেন ভ্যালেন্সিয়ার রাস্তায়। দুই ডাকাত তাঁকে লুটে নিয়েছিল।
আরও পড়ুন: Dhoni-Morgan: ধোনি-মরগ্যানের মধ্যে তেমন কোনও ফারাক দেখেননি মঈন আলি
আরও পড়ুন: Hooda-Samson: জুটিতে-লুটি! দুই বাল্যবন্ধুর ব্যাটে সব রেকর্ড ভেঙে চুরমার! ডাবলিনে একাধিক নজির