Home> খেলা
Advertisement

প্যারিসে নেইমার ঝলক, ৫-০ গোলে জিতল পিএসজি

প্যারিসে নেইমার ঝলক, ৫-০ গোলে জিতল পিএসজি

ব্যুরো: এক সময় ফুটবল মাঠ দাপিয়েছিল এমএসএন জুটি। এবার শত্রুদের ত্রাস এমসিএন জুটি। এমবাপে, কাভানি, নেইমার ত্রিফলার দাপটের সৌজন্যে সেলটিককে হারিয়ে দিল প্যারিস সেইন্ট জার্মেইন। পাঁচ-শূন্য গোলে গ্লাসগো সেলটিককে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল পিএসজি। অ্যাওয়ে ম্যাচের উনিশ মিনিটেই গোল করে সেলটিক সমর্থকদের স্তব্ধ করে দেন নেইমার। এই নিয়ে পিএসজির হয়ে পাঁচটি ম্যাচে পাঁচ গোল করা হয়ে গেল তাঁর। তার কিছু পরেই এমবাপেকে দিয়ে গোল করালেন সেই নেইমারই। বিরতির কিছু আগে পোনাল্টি থেকে গোল করে দলের জয় কার্যত নিশ্চিত করে দেন এডিনসন কাভানি। প্রথমার্ধে তিন গোল হয়ে গেলেও দ্বিতীয়ার্ধেও থামানো যায়নি পিএসজিকে। ম্যাচের তিরাশি মিনিটে একটি আত্মঘাতী গোল করে সেলটিক। তার কিছু পরে ফের গোল করে দলের জয় পাকা করে দেন কাভানি। ঘরের মাটিতে এটাই সবচেয়ে বড় হার সেলটিককের। পরবর্তী ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি পিএসজি।

 

Read More