Home> খেলা
Advertisement

WATCH Preity Zinta: ১১ বছরের খরা কাটল পঞ্জাবের, বাঁধনভাঙা উচ্ছ্বাস প্রীতির, ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো...

WATCH Preity Zinta: পঞ্জাব প্লেঅফে উঠতেই প্রীতি জিন্টা শিশুর মতো আনন্দে মাতলেন, সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল...

WATCH Preity Zinta: ১১ বছরের খরা কাটল পঞ্জাবের, বাঁধনভাঙা উচ্ছ্বাস প্রীতির, ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ছক্কা হাঁকিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সাত উইকেটে হারাতেই, পঞ্জাব কিংস (Punjab Kings) চলে গেল প্লেঅফে। দলের (PBKS) সহ-মালকিন প্রীতি জিন্টা আবেগে ভেসে গেলেন... হাত মুঠো করে স্ট্যান্ডে শিশুর মতো লাফালেন নায়িকা। তখন ক্যামেরা শুধু তাঁর দিকেই। বছরের পর বছর মাঠে থাকেন প্রীতি, জয়-হার সবই মেনে নেন তিনি। তবে এই প্লে-অফে ওঠার আনন্দ যে আলাদাই। পঞ্জাব ১১ বছর পর লিগে প্রথম দুয়ে শেষ করে কোয়ালিফায়ার ওয়ানের টিকিট কাটল। 

আরও পড়ুন: এবার 'সিঁদুর' সাফল্যকে স্যালুট বোর্ডের, সেনার সম্মানেই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান...

দল প্লে অফে উঠতেই প্রীতি মাঠে নেমে অধিনায়ক আইয়ারকে আলিঙ্গন করেন। এরপর হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গেও সেলফি তোলেন। জয়ের পর প্রীতিই প্রথম মাঠে নেমে সেলিব্রেট করেছিলেন। প্রীতির চোখ-মুখের ভাষা বুঝিয়ে দিল যে, আইয়ার এবং পন্টিংয়ের নেতৃত্বে এই পঞ্জাব পুরোপুরি বদলেই গিয়েছে। তাদের এবারের পারফরম্যান্স শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। প্রীতি মাঠে গিয়ে তরুণ প্রিয়াংশ আর্যকেও অভিনন্দন জানিয়েছেন। যিনি চলতি আইপিএলে  তাঁদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদেরই একজন। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে, মুম্বইয়ের কর্ণধার আকাশ আম্বানির সঙ্গেও আড্ডা দিয়েছিলেন।পঞ্জাব ২০১৪ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে। ২৯ মে কোয়ালিফায়ার ওয়ানে, মুল্লানপুরে তাদের হোম গ্রাউন্ডেই খেলবে।

প্রিয়াংশ এবং জশ ইংলিশ রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয় উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ করেছিলেন, যা মুম্বইয়ের হাত থেকে খেলা পুরোপুরি সরিয়ে নেয়। প্রিয়াংশ ৩৫ বলে ৬২ রান করেন, অন্যদিকে ইংলিস ৪২ বলে ৭৩ রান করেন। একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আইয়ার ট্রেন্ট বোল্টের বলে ছয় মেরে শেষ পর্যন্ত ২৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে পঞ্জাবের বোলাররা মুম্বইকে ৭ উইকেটে ১৮৪ রানে বেঁধে রেখেছিল, হাই-স্কোরিং ভেন্যু হিসেবেই পরিচিত জয়পুরের এই মাঠ। সূর্যকুমার যাদবের ৫৭ রানের সত্ত্বেও, মুম্বাই শেষ ওভারে ব্যর্থ হয়েছে। পঞ্জাবের বোলিং পরিকল্পনায় ছিল ধীর গতির ডেলিভারি এবং স্মার্ট লেন্থে বল করা। যা বাস্তবে খুবই কার্যকরী হয়েছিল।

আরও পড়ুন: নগ্ন সত্যে মগ্ন প্রীতি, প্রাক্তনের বিরুদ্ধে এবার আদালতে!‌ আইপিএলের মাঝেই ভয়ংকর খেলা
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More