Home> খেলা
Advertisement

এবার স্নান করতে করতে বিরাটকে কাতরভাবে পেতে চাইলেন বালোচ! দেখুন ভিডিও

কান্দিল বালোচ। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাঁকে তুলনা করা হয় কিম কার্দেশিয়ানের সঙ্গেও। নিয়মিত বিতর্কে থাকাটাই তাঁর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই তো টি২০ বিশ্বকাপের সময় একগাদা বিতর্কিত পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার স্নান করতে করতে বিরাটকে কাতরভাবে পেতে চাইলেন বালোচ! দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: কান্দিল বালোচ। পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাঁকে তুলনা করা হয় কিম কার্দেশিয়ানের সঙ্গেও। নিয়মিত বিতর্কে থাকাটাই তাঁর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই তো টি২০ বিশ্বকাপের সময় একগাদা বিতর্কিত পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার আরও এক কাঠি উপরে চল গেলেন বালোচ। এবার আইপিএল নিয়েও নিজের ভিডিও পোস্ট করলেন তিনি। এবার আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলিকে নিয়ে। এই ভিডিওতে স্নান করতে দেখা যাচ্ছে তাঁকে। আর বাথটবে স্নান করতে করতেই তিনি যেভাবে আই লাভ ইউ বিরাট বলেছেন, তাতে অনুষ্কার সঙ্গে বিরাটের সম্পর্কটা আরও না দূরে চলে যায়। এত কথা পড়ে আর কী করবেন। মাত্র ৩৬ সেকেন্ডের টানটান ভিডিও। নিজেই দেখে নিন।

 

Read More