Home> খেলা
Advertisement

Watch | Virat Kohli | Rahul Dravid | IND vs PAK: দ্রাবিড়ের বুকে কোহলির মাথা, হৃদয় জিতল যে ভিডিয়ো

বিরাট কোহলি রাখলেন রাহুল দ্রাবিড়ের বুকে মাথা! ভারতীয় ফ্যানরা এই ভিডিয়ো দেখার পর আর আবেগ ধরে রাখতে পারেননি। রাতারাতি ভাইরাল হয়ে গেল ভিডিয়ো

Watch | Virat Kohli | Rahul Dravid | IND vs PAK: দ্রাবিড়ের বুকে কোহলির মাথা, হৃদয় জিতল যে ভিডিয়ো

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে মহরাজকীয় ইনিংস খেলার পর বিরাট কোহলিকে (Virat Kohli) সোহাগে-আদরে ভরিয়ে দিলেন সতীর্থরা। কখনও রোহিত শর্মা (Rohit Sharma) তুলে নিলেন কাঁধে তো কখনও রাহুল দ্রাবিড় (Rahul Dravid) টেনে নিলেন বুকে। ম্যাচের পর গুরু দ্রাবিড় যেভাবে স্নেহ ভরে কোহলিকে বুকে টেনে নেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আইসিসি ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছে।পাক বোলারদের বিরুদ্ধে ব্যাট শাসন করে কোহলি বুঝিয়ে দিয়েছেন যে, জঙ্গলের 'রাজা' ওরফে 'কিং' একটাই। ৯৮ মিনিট ক্রিজে থেকে ৫৩ বলে ৮২ রানের কোহলির এই ইনিংস ইতিহাসে লেখা থাকবে। মেলবোর্নের মনে থেকে যাবে বিরাটের ব্যাট। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে ৭৮ বলের পার্টনারশিপে স্কোরবোর্ডে এদিন ১১৩ রান যোগ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ম্যাচের পর বিরাট বলছেন যে, কীভাবে এই ম্যাচ তাঁরা জিতলেন সেই ধারণাও তিনি করে উঠতে পারেননি।

আরও পড়ুনVirat Kohli | Rohit Sharma | T20I: বিশ্বরেকর্ডে রোহিতকে গদিচ্যুত করে সিংহাসনে রাজা বিরাট

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন: Watch | Spider Cam | IND vs PAK: ভারতের বিরাট ক্ষতি করে দিল ক্যামেরা! ক্ষোভে ফেটে পড়লেন হার্দিক-রোহিত

এই ম্যাচের পর আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এখন বিশ্বের সর্বোচ্চ রানশিকারি বিরাট কোহলিই। সতীর্থ রোহিতের গদি কেড়ে সিংহাসনে বসেছেন রাজা বিরাট। ১১০ ম্যাচের পর বিরাটের ঝুলিতে এখন ৩৭৯৪ রান। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের ব্যাট থেকে এসেছে ১৪৩ ম্যাচে ৩৭৪১ রান। তিনে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ১২২ ম্যাচে ৩৫৩১ রান। চারে পাক ক্যাপ্টেন বাবর আজম, ৯৩ ম্যাচে ৩২৩১ রান। পাঁচে আয়ারল্যান্ডের পল স্টারলিং, ১১৮ ম্যাচে ৩১১৯ রান। বোঝাই যাচ্ছে যে, চলতি টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতের মধ্যে মগডালে ওঠার সাপ লুডো খেলা চলতেই থাকবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More