Home> খেলা
Advertisement

WATCH Rawalpindi Cricket Stadium: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা! দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাল ভিডিয়ো...

Rawalpindi Cricket Stadium Hit By Drone: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা!'অপারেশন সিঁদুর'চলছে... এই আবহে চলে এল বিরাট আপডেট।   

WATCH Rawalpindi Cricket Stadium: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা! দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাল ভিডিয়ো...

Operation Sinddor Day 2: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর চলছেই, আর তার মাঝে নেটপাড়ায় এক ভাইরাল ভিডিয়ো দাবানলের মতো ছড়াতে শুরু করেছে। জানা যাচ্ছে পাকিস্তানের গর্বের  রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (Rawalpindi Cricket Stadium) ড্রোন হামলা হয়েছে।

আরও পড়ুন: কেকেআর ম্যাচ চলাকালীনই হুমকি, উড়িয়ে দেওয়া হবে ইডেন গার্ডেন্স!

বৃহস্পতিবার রাত আটটা থেকে, এই স্টেডিয়ামেই পাকিস্তান সুপার লিগের ম্যাচে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল। সূত্রের খবর, ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে এদিনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। তা করাচি স্টেডিয়ামে চলে গিয়েছে। জানা যাচ্ছে যে, পিএসএলের যে ক'টি ম্যাচ রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল তাও নাকি করাচি স্টেডিয়ামে হবে। কারণ রাওয়ালপিন্ডি এখন আর ম্যাচ আয়োজনের জায়গায় নেই। 

তবে পিএসএল আদৌ আর হবে কিনা, সে বিষয়েও রীতিমতো সন্দেহ রয়েছে। কারণ পিএসএলে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। পিসিবি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে, পিএসএল চালিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে পিসিবি সরকারের পরামর্শ অনুসরণ করেই এগিয়ে যাবে এবং বৈঠকের পর সিদ্ধান্ত হবে। এই প্রতিবেদনে যে ভিডিয়োগুলি দেওয়া হয়েছে, তার সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। এই ড্রোন হামলা কীভাবে এবং কোথা থেকে হল, তা-ও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:  'অপারেশন সিঁদুর'; প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল, এবার বাতিল হতে চলেছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More