নিজস্ব প্রতিবেদন: ঘরের মাঠে ভিয়া রিয়ালকে হারাতেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই মরশুম পর লা লিগা খেতাব ঘরে তুলল জিদানের দল।
REAL MADRID ARE CHAMPIONS OF #LaLigaSantander 2019/20! pic.twitter.com/f7Hc2nPDdS
— LaLiga English (@LaLigaEN) July 16, 2020
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে খেতাব জয় নিশ্চিত করেন করিম বেঞ্জামারা। এক ম্যাচ বাকি থাকতেই লা লিগা জিতে নিলেন সের্জিও র্যামোসরা।
HIGHLIGHTS | @Benzema at the double as @realmadriden secure 34th #LaLigaSantander title!
— LaLiga English (@LaLigaEN) July 16, 2020
#RealMadridVillarreal pic.twitter.com/4nJqFAw0wl
রিয়ালের জয়ে দুটো গোলই করেন করিম বেঞ্জামা। ২১ গোল করে লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসির পরই থাকলেন ফরাসি স্ট্রাইকার।
Messi stays top of the scoring charts, but it's @Benzema who takes home the #LaLigaSantander title with his goals.pic.twitter.com/66meAB2Tnj
— LaLiga English (@LaLigaEN) July 16, 2020
করোনা পরবর্তী সময়ে জুন মাসে মাঠে ফেরার পর টানা ১০ ম্যাচ জিতল রিয়াল। এই নিয়ে রেকর্ড ৩৪ বার লা লিগা খেতাব ঘরে তুলল স্প্যানিশ জায়েন্টরা। ঘরোয়া লিগ জেতার পর জিদানের চোখ এবার চ্যাম্পিয়ন্স লিগে।
আরও পড়ুন - স্বপ্নভঙ্গ! এবারও সেঞ্চুরি হল না লিভারপুলের