ওয়েব ডেস্ক: কুস্তিগীর নরসিংহ যাদব, শটপ্যুটার ইন্দ্রজিত্ সিংয়ের পর এবার দৌড়বিদ ধরমবীর সিং। রিও অলিম্পিক শুরুর ঠিক আগে ডোপ টেস্টে ফেল করলেন ২৭ বছরের এই অ্যাথলিট। রিও যাওয়ার জন্য বিমান ধরার আগে তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি যেন না যেন। কারণ নাডা জানায় ধরমবীর ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। তবে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
৩৬ বছরে প্রথমবার কোনও ভারতীয় দৌড়বিদ হিসেবে অলিম্পিকে ২০০ মিটার বিভাগে যোগ্যতা অর্জন করেছেন তিনি। বোল্টের বিরুদ্ধে ট্র্যাকে নামার আগে রিও স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল ধরমবীরের। গত বছরের জুলাইয়ে হরিয়ানার ছেলে ধরমবীর ২০.৪৫ সেকেন্ড সময় করে রিও-র টিকিট পেয়েছেন।