Home> খেলা
Advertisement

রিও অলিম্পিকে পঞ্চম দিনের শেষে পদক তালিকা

দেখতে দেখতে পাঁচটা দিন পেরিয়ে গেল রিও অলিম্পিকের। ২০৬টি দেশের মধ্যে ৪৫টি দেশ পদ জিতেছে। ২৫টা দেশ সোনা জিতেছে। ভারত এখনও শূন্য হাতে।

রিও অলিম্পিকে পঞ্চম দিনের শেষে পদক তালিকা

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে পাঁচটা দিন পেরিয়ে গেল রিও অলিম্পিকের। ২০৬টি দেশের মধ্যে ৪৫টি দেশ পদ জিতেছে। ২৫টা দেশ সোনা জিতেছে। ভারত এখনও শূন্য হাতে।

পড়ুন-অলিম্পিকের সব খবর

দেখে নেওয়া যাক পদক তালিকায় প্রথম দশে আছে কোন কোন দেশ

দেশ সোনা রূপো ব্রোঞ্জ মোট পদক
১) মার্কিন যুক্তরাষ্ট্র ১১ ১১ ১০ ৩২
২) চিন ১০ ২৩
৩) জাপান ১১ ১৮
৪) অস্ট্রেলিয়া ১২
৫) হাঙ্গেরি
৬) রাশিয়া ১৫
৭) দ.কোরিয়া
৮) ইটালি ১১
৯) গ্রেট ব্রিটেন ১২
১০) ফ্রান্স

 

Read More