Home> খেলা
Advertisement

Ind vs Aus: সিডনিতে Pucovski'র জোড়া ক্যাচ ফেলে ট্রোল হলেন Rishabh Pant, ঋদ্ধিকে ফেরানোর দাবিতে সরব সোশ্যাল মিডিয়া

পন্থের এমন ক্যাচ মিসের প্রদর্শনী দেখে সিরিজের শেষ টেস্টে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) দলে ফেরানোর দাবি তুলেছেন নেটিজেনরা।

Ind vs Aus: সিডনিতে Pucovski'র জোড়া ক্যাচ ফেলে ট্রোল হলেন Rishabh Pant, ঋদ্ধিকে ফেরানোর দাবিতে সরব সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন: সিডনিতে (Sydney Cricket Ground) ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই হাফ সেঞ্চুরি করলেন উইল পুকোভস্কি (Will Pucovski)। সৌজন্যে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থের (Rishabh Pant) জোড়া ক্যাচ মিস। পন্থ দু'দুবার ক্যাচ মিস না করলে হয়তো হাফ সেঞ্চুরি করতে পারতেন না পুকোভস্কি (Will Pucovski)। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন পন্থ (Rishabh Pant)। একই সঙ্গে ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর দাবিতে সরব হলেন নেটিজেনরা।

অস্ট্রেলিয়ার ইনিংসে ২২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বলে পুকোভস্কির (Will Pucovski) ক্যাচ মিস করেন পন্থ (Rishabh Pant)।

আর ২৫তম ওভারে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে পিছন দিকে দৌড়ে গিয়ে ক্যাচ মিস করেন ঋষভ পন্থ (Rishabh Pant)

 

 

 

সিডনি টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ মিস করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন পন্থ (Rishabh Pant)।

 

 

আরও পড়ুন- Ind vs Aus: বোলাররা ব্যর্থ, সিডনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

এদিকে পন্থের এমন ক্যাচ মিসের প্রদর্শনী দেখে সিরিজের শেষ টেস্টে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) দলে ফেরানোর দাবি তুলেছেন নেটিজেনরা।


আরও পড়ুন- Ind vs Aus : অভিষেকে সাইনির প্রথম শিকার টেস্ট অভিষেক হওয়া Pucovski

Read More