Home> খেলা
Advertisement

কোথায় বাড়ি কিনবেন, বুঝতেই পারছেন না Rishabh Pant

কেউ কেউ তো মজা করে লিখেছেন, অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানাতে বলেছেন। ব্রিসবেনে জায়গা দিয়ে দেবে বিনামূল্যে!

কোথায় বাড়ি কিনবেন, বুঝতেই পারছেন না Rishabh Pant

নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চিন্তায় পড়ে গিয়েছেন ঋষভ পন্থ। তবে বাইশ গজের বাইরে এক মহাসমস্য়ায় পড়েছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যানটি। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর থেকেই নাকি পন্থের বাড়ির লোকজন নতুন বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছেন। পন্থ তো বুঝতেই পারছেন না যে কী করবেন?

ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চেন্নাইয়ে পৌঁছে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখান থেকেই টুইট করে Rishabh Pant লিখেছেন, "অস্ট্রেলিয়া থেকে ফেরার পর থেকেই বাড়িড় লোকজন তো পিছনে পড়ে গিয়েছে। নতুন বাড়ি কিনতে বলছে। গুরগাঁওতে কিনব নাকি অন্য কোথাও? কারোর কোনও পরামর্শ থাকলে দিন।"

আরও পড়ুন- IPL 2021: কোয়ারেন্টিন নয়, RT-PCR পরীক্ষার ফল নেগেটিভ হলেই নিলামে Entry

 

 

 

 

ভক্তদের কাছে নতুন বাড়ি কোথায় কিনবেন তা জানতে চাওয়ার পর থেকেই নানা ধরণের উত্তর পেতে শুরু করেছেন Rishabh Pant। কেউ লিখেছেন হায়দরাবাদে বাড়ি কিনতে বিরিয়ানি খাওয়ার জন্য। কেউ আবার মুম্বইয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ তো মজা করে লিখেছেন, অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানাতে বলেছেন। ব্রিসবেনে জায়গা দিয়ে দেবে বিনামূল্যে!

আরও পড়ুন- AFC Cup-এ বসুন্ধরা কিংস, মাজিয়ার সঙ্গে এক গ্রুপে ATK Mohun Bagan  

Read More