Home> খেলা
Advertisement

Rishabh Pant: ২৭ কোটি নিয়েও ২৬৯ রান, গোয়েঙ্কার দল ছেড়ে ফের দিল্লিতে? নিলামে ঋষভ-সহ ৯ ভারতীয়!

Rishabh Pant: ঋষভ পন্থ দলবদল করছেন! চলে এল বিরাট আপডেট। তাহলে কি আর তিনি গোয়েঙ্কার দলের হয়ে খেলবেন না? নিলামে উঠছেন ঋষভ-সহ ৯ ভারতীয় ক্রিকেটার...

Rishabh Pant: ২৭ কোটি নিয়েও ২৬৯ রান, গোয়েঙ্কার দল ছেড়ে ফের দিল্লিতে? নিলামে ঋষভ-সহ ৯ ভারতীয়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় হয়েছিল আইপিএল নিলাম (IPL Auction 2025)। সঞ্জীব গোয়েঙ্কা ব্যাংক (Sanjiv Goenka) ভেঙে, লখনউ সুপার জায়ান্টসে (LSG), ২৭ কোটি টাকায় সই করান ঋষভ পন্থকে (Rishabh Pant)। ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে শুধু ঋষভকে নিতেই এই বিরাট অঙ্ক খরচ করেছিল এলএসজি। কেএল রাহুলের (KL Rahul) সিংহাসনে বসেছিলেন পন্থ। তবে পন্থ এই বিরাট প্রাইস ট্যাগের সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে মাত্র ২৬৯ রান করে তুমুল সমালোচিত হয়েছিলেন। আর এবার চলে পন্থের দলবদলের খবর। শুধু দলবদলই নয়, জানিয়ে  দেওয়া হল যে, কবে পন্থ নিলামে উঠবেন!

পন্থ ফিরছেন দিল্লিতে। কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের জার্সিতে নয়। আসন্ন দিল্লি প্রিমিয়র লিগে ঋষভকে খেলতে দেখা যাবে। বোঝাই যাচ্ছে যে, ফের একবার নিলাম-যুদ্ধ বাঁধাতে চলেছেন তিনি। পন্থ সেরা ভারতীয় ব্যাটারদেরই একজন। তিনি একাই নন, আইপিএলের বেশ কয়েকজন তারকাও ডিপিএল খেলার আগ্রহ দেখিয়েছেন।পন্থ-সহ ৯ ভারতীয় রয়েছেন বলেই জানা যাচ্ছে! প্রিয়াংশ আর্য, দিগ্বেশ রাঠি, ইশান্ত শর্মা, আয়ূশ বদোনি, হর্ষিত রানা, হিম্মত সিং, সূয়শ শর্মা, ময়াঙ্ক যাদব, এবং অনুজ রাওয়াতও নিলামে উঠবেন। তাঁরাও পুলের অংশ। ৬ এবং ৭ জুলাই নয়াদিল্লিতে নিলাম অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: বছরে ₹২০০০০০০০০০০! রোজ ৫.৫ কোটি, গোল করলেই ৯৪ লাখ, মালিকানা নিয়েই চুক্তিবদ্ধ CR7

দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) জানিয়েছে যে, ডিপিএলে দু'টি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে। যার ফলে মোট দলের সংখ্যা হবে ৮ 
সবিতা পেইন্টস প্রাইভেট লিমিটেডের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আউটার দিল্লি ফ্র্যাঞ্চাইজি ১০.৬ কোটি টাকায় খেলবে। ভীম টোলিং অ্যান্ড ট্র্যাফিক সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং ক্রেয়ন অ্যাডভারটাইজিং লিমিটেডের একটি কনসোর্টিয়াম নয়াদিল্লি ফ্র্যাঞ্চাইজি ৯.২ কোটি টাকায় অধিগ্রহণ করেছে। বিদ্যমান ছ'টি ফ্র্যাঞ্চাইজি -সেন্ট্রাল দিল্লি কিংস, ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, পুরানি দিল্লি ৬, সাউথ দিল্লি সুপারস্টারজ এবং ওয়েস্ট দিল্লি লায়ন্স।

পন্থ এখন ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডে। হেডিংলিতে প্রথম টেস্টে ভারত ৫ উইকেটে হারলেও ঋষভ ইতিহাস লিখেছেন। লিডসে প্রথম ইনিংসে ১৩৪ করা পন্থ দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেছেন। অষ্টম টেস্ট সেঞ্চুরি করার সঙ্গেই একাধিক রেকর্ডও করলেন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডে আয়োজিত টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার নজির গড়লেন। একই টেস্টের দুই ইনিংসে শতরান করা সপ্তম ভারতীয় হলেন পন্থ। একই টেস্টে যমজ সেঞ্চুরিকারী দ্বিতীয় উইকেটকিপার হলেন পন্থ। তিনি নাম লেখালেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে। যিনি ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারারাতে পরপর সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন: অন্ধকারে উদ্দাম খেলায় শেফালী! দাঁড়িয়ে কাঁপছেন দেশের স্টার ক্রিকেটার, সেই রাতেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

 

Read More