Home> খেলা
Advertisement

পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি! চাঞ্চল্যকর দাবি কিংবদন্তির পরিবারের

গত বৃহস্পতিবার ৬৪ বছর বয়সে মারা যান ১৯৮২ বিশ্বকাপের নায়ক।

পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি! চাঞ্চল্যকর দাবি কিংবদন্তির পরিবারের

নিজস্ব প্রতিবেদন- আনসা নিউজ এজেন্সি-র রিপোর্ট অনুযায়ী ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি হয় তাঁর বাড়িতে। গত বৃহস্পতিবার ৬৪ বছর বয়সে মারা যান ১৯৮২ বিশ্বকাপের নায়ক। শনিবার ইতালির ভিসেনজাতে রোসির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর স্ত্রী ফেডেরিকা কাপেলেত্তির বয়ান অনুযায়ী, শেষকৃত্য পালন করে ফেরার পর তিনি দেখেন তাসকানিতে তাদের বাড়ির দরজার তালা ভেঙ্গে অনেক মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন-  ইস্টবেঙ্গলে আসছে নাইজিরিয়ার স্ট্রাইকার, গোল খরা কাটবে?

রোসির একটি দামি ঘড়ি ও অনেক টাকাও খোয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।  ১৯৮২ সালের বিশ্বকাপে ৬টি গোল করে দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন রোসি। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বহু মানুষ। মার্কো তারদেলি, আন্তোনিও কাবরিনিসহ তাঁর বেশ কিছু সতীর্থও উপস্থিত ছিলেন তাঁর শেষকৃত্যে।

Read More