Home> খেলা
Advertisement

বারবার ৯ বার উইম্বলডনের সেমিতে ফেডেরার

ঘাসের কোর্টের রাজা ফের স্বহিমায়। ফ্রান্সের জাইলস সিমনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে আরও একবার সেমিফাইনালে উঠলেন রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালে ফেডেরার জিতলেন ৬-৩,৭-৫,৬-২। এই নিয়ে মোট ৯ বার এসডব্লু19-এ সেমিফাইনালে খেলবেন সুইস কিংবদন্তি।

বারবার ৯ বার উইম্বলডনের সেমিতে ফেডেরার

ওয়েব ডেস্ক: ঘাসের কোর্টের রাজা ফের স্বহিমায়। ফ্রান্সের জাইলস সিমনকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে আরও একবার সেমিফাইনালে উঠলেন রজার ফেডেরার। কোয়ার্টার ফাইনালে ফেডেরার জিতলেন ৬-৩,৭-৫,৬-২। এই নিয়ে মোট ৯ বার এসডব্লু19-এ সেমিফাইনালে খেলবেন সুইস কিংবদন্তি।

এদিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ফেডেরারকে দেখা গেল সেই পুরনো ছন্দে। টুর্নামেন্ট শুরু আগে ফেডেরার বলেছিলেন, এবারের মত প্রস্তুতি তিনি এর আগের বার গুলোতে নেননি। সেই কথাটাই মনে হচ্ছে ফেডেরার ফর্ম দেখে। সেমিফাইনালে উঠলেন কিন্তু এখনও পর্যন্ত মাত্র একটা সেট হারেয়ছেন। সিমোনের মত বিপজ্জনক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হিসেব করে ম্যাচ করে আনলেন। দ্বিতীয় সেটের কিছুটা সময় বাদ দিলেও পুরো ম্যাচে প্রশ্নাতিত প্রাধান্য নিয়ে খেললেন।

গতবার নোভাক জকোভিচের ফাইনালে হেরে গিয়েছিলেন রজার।fallbacks

Read More