জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনাই সত্যি হল, আইপিএলের মাঝেই (IPL 2025) চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। ইনস্টাগ্রাম পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন (Rohit Sharma Announces Test Retirement)। অস্ট্রেলিয়ার মাটিতে ভরাডুবির পরেই একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল যে, এবার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণকে আলবিদা বলতে চলেছেন রোহিত। বুধ সন্ধ্যায় তিনিই সিলমোহর দিয়ে দিলেন।
আরও পড়ুন: 'অপারেশন সিঁদুর'; প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল, এবার বাতিল হতে চলেছে...
রোহিত ইনস্টাগ্রামে লেখেন, 'সবাইকে হ্যালো! আমি শুধু এটাই শেয়ার করতে চাই যে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে ছিল এক বিরাট সম্মানের। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব'।
৩৭ বছর বয়সী রোহিতের শেষ টেস্ট ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। যেখানে ভারত হেরে যায়। পঞ্চম ম্যাচে রোহিতকে নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছিলেন। ভারত সিরিজ ১-৩ ব্যবধানে হেরেছিল। রোহিত তাঁর টেস্ট কেরিয়ারে ইতি টানলেন ১১৬ ইনিংসের পর। ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন তিনি। ১২টি সেঞ্চুরি এবং ১৮টি অর্ধ-শতক রয়েছে মুম্বইকরের!
নিজেদের ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে এবং বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দু'টি টেস্ট সিরিজ হেরেছে ভারত। বিজিটি-তে রোহিত পারথে প্রথম টেস্ট খেলেননি। সিডনিতে শেষ টেস্টে নামেননি। বাকি তিন টেস্টে করেছিলেন মাত্র ৩১ রান। গড় ছিল ৬.১। নেতৃত্বতেও তাঁকে দিশাহীন দেখিয়েছিল। ভারত অধিনায়কের জন্য একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছিল ওই সফর। এরপর থেকেই অধিনায়ক রোহিত প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। চলতি বছরের শেষে দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি টেস্ট সিরিজের অংশ যে হবেন না, তা আগেই অনুমান করা গিয়েছিল।
ভারতের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন জসপ্রীত বুমরা, কেএল রাহুল, শুভমন গিল এবং ঋষভ পন্থ। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে শুভমনই এগিয়ে।
আরও পড়ুন: 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ'! মনুসংহিতার শ্লোকাংশেই প্রত্যাঘাত! এবার অ্যাকশন 'নীল সেনা'র...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)